অনুপম ছড়া–কবিতার নিবিষ্ট লেখক আকাশ আহমেদ চট্টগ্রাম তথা সারাদেশের শিশুসাহিত্যে একটি পরিচিত নাম। খ্যাতিমান এই শিশুসাহিত্যিক আশির দশক থেকে নিরলসভাবে দেশের পত্র–পত্রিকা ও লিটলম্যাগে আজ অবদি লিখে চলেছেন মনমাতানো সব ছড়া, কিশোরকবিতা, ছোটদের জন্যে মজার গল্পও। শুধু শিশুসাহিত্য নয়; তিনি ইতোমধ্যে বড়দের জন্যেও উপন্যাস আর গল্প রচনা করে লেখালেখিতে নিজের কুশলতার স্বাক্ষর রেখেছেন।
আকাশ আহমেদ মূলত কিশোরগল্পের কুশলী লেখক হলেও ঝলমলে ছড়ার রাজ্যে তাঁর স্বভাবজাত মুনশিয়ানা তাঁকে ইতোমধ্যে ছড়াশিল্পী হিসেবে পাঠকের কাছে সমধিক পরিচিত করে তুলেছে। এ কথার যথার্থ সাক্ষ্য মেলে তাঁর সর্বশেষ ২০২৫ সালে প্রকাশিত সুখপাঠ্য ছড়াগ্রন্থ ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’র নিরিখে।
দীর্ঘ সময় ধরে শিশুসাহিত্যের সঙ্গে সম্পৃক্ত আকাশ আহমেদ তাঁর শিশুদরদি মন–মানস নিয়ে গভীরভাবে অবলোকন করেছেন চারপাশের কোমলমতি শিশুকিশোরদের অন্তর্স্থিত আচার–আচরণ, তাদের কৌতূহল, আনন্দ–বেদনার উচ্ছ্বাস, মনখারাপের বিষয়–বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের সঙ্গে শিশুদের মনজ ভাব–বিনিময়, সর্বোপরি নিষ্কলুষ পথচলার সুন্দর আগামি জীবন গড়ার মনোবাসনা ও স্বপ্নমেদুরতা। এতোসব মনভাবনা নিয়ে রচনা করেছেন অত্যন্ত মনোগ্রাহীতার আবেশে তাঁর সাম্প্রতিক ছড়াগ্রন্থ ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’। যা নিসন্দেহে প্রশংসার দাবি রাখে।
ছড়াকার আকাশ আহমেদের চব্বিশ পৃষ্ঠার সুমুদ্রিত ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’ গ্রন্থে একত্রিশটি নানা স্বাদ–আঙ্গিকের ছড়া রয়েছে। মজার মজার শিরোনামে ছড়াগুলো সন্নিবেশিত। তার দুয়েকটি শিরোনাম পড়লেই আমরা বুঝে নিতে পারি লেখক কতো সহজে শিশুদের জন্য আকর্ষণীয় দক্ষতায় এই ছড়াগুলো সৃষ্টি করেছেন। যেমন– সোনামুখী কন্যে, ইতল বনে, দোস্তি, লোকটা, কাতুকুতু, সুড়সুড়ি, ধুত্তুরি ছাই ভাল্লাগে না, বাড়ির সাথে আড়ি, ঘোড়ার ডিম, বউ চলেছে বাপের বাড়ি, বেকার, ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা, আগড়ুম বাগডুম, চড়ুইভাতি, পোমরা আমার বাড়ি। শুধু কি এসব– তাঁর ছড়াগ্রন্থে রয়েছে হিমেল দিনের কথা (একটি শীতের ভোরে, শীত এসেছে আমার গাঁয়ে, শীতের ছবি, শীতের পদ্য), ঝড়ঝাপটার বিষয়–আশয় (কালবোশেখী), বৃষ্টিকথা (বৃষ্টি পড়ে, বৃষ্টি নেমে, মেঘ ডাকে), সম্প্রীতি–ভালোবাসার সুখছবি (ওরাই ফোটায় ফুল) এবং মোহনীয় মেঘ ও কিশোরীর কথকতা (নীল কিশোরী মেয়ে)। এতসব মিষ্টিমধুর ছড়াসমূহের বাহারি আলাপনে ঋদ্ধ আকাশ আহমেদের মনোলোভা–পাঠকনন্দিত এই ছড়াগ্রন্থ ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’।
দীর্ঘসময় লেখালেখিতে অঙ্গাঙ্গীভাবে সম্পৃক্ত আকাশ আহমেদ ছড়া নির্মিতিতে তাঁর কুশলীলতার জন্য মিল–মাত্রার ক্ষেত্রে ছড়াগুলো পাঠক ও বোদ্ধাজনের প্রশংসা কুড়োতে সক্ষম হয়েছে– একথা নির্দ্বিধায় বলা যায়। যেমন– “নীল কিশোরী মেয়ে আমার/ নীল কিশোরী মেয়ে/ সারাটা দিন কাটে যে তার/ আকাশ পানে চেয়ে। ….. মেঘের দেশে কালির দোয়াত/ উল্টিয়ে দেয় কেউ/ নীল কিশোরীর মনের ভেতর/ উথাল পাতাল ঢেউ (নীল কিশোরী মেয়ে)।, নদীর বুকে জোয়ার এলো/ পানিতে থই থই/ পানসি এলো পাল উড়িয়ে/ টোপর ঘেরা ছই ….. (ফুলকুমারি), ইতল বনের দ্বীতল বাড়ির/ ফুলকুমারির গান/ ঝিঙেতলায় ফিঙে নাচে/ পানকৌড়ি খায় পান (ইতল বনে), বরফ ঢাকা দেশটি ছেড়ে/ শীতপাখিদের ঝাঁক/ আসলো উড়ে অনেক দূরে/ কর্ণফুলীর বাঁক (একটি শীতের ভোরে), বলার আগে নিয়ম মতো/ একটুখানি কাশেন/ নিজের গল্পে নিজেই তিনি/ প্রাণটি খুলে হাসেন (যতীন বাবু), কালবোশেখী কপালপুড়ি/ ভাঙলি সুখের ঘর/ কর্ণফুলীর জলে ভাসে/ দুঃখী সেকান্দর (কালবোশেখী), হেলেদুলে নৌকা চলে/ দেখায় নানান রূপ সে/ বৃষ্টি মেয়ের চুমকুঁড়িতে/ নৌকা গেলো চুপসে (বৃষ্টি পড়ে), ভাত ছিটালে কাউয়া আসে/ কাঁঠাল পাতায় ছাগল/ টাকার ঘ্রাণে শিশু হাসে/ চোখ তুলে চায় পাগল (লোভ)।” এমনতরো আরো অনেক মজার জম্পেস অন্ত্যমিল–বিষয় প্রসঙ্গের উদ্ধৃতি দিয়ে ছড়াশিল্পী আকাশ আহমেদের লেখনি–ছড়া বলার শক্তিমত্তার উদাহরণ দেয়া যায় নিঃসন্দেহে।
ছড়াশিল্পী আকাশ আহমেদের বর্ণিল ছড়াগ্রন্থ ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’র নান্দনিক প্রচ্ছদ ও অলংকরণ করেছেন খ্যাতনামা চিত্রশিল্পী মোমিন উদ্দীন খালেদ। শিল্পীর আঁকা আকর্ষণীয় প্রচ্ছদ ও ভেতরের ছবি সবাইকে বিশেষ করে শিশুকিশোরদের চমকিত করবে। পাতায় পাতায় শিল্পীর অঙ্কিত ঝলমলে ছবি শিশুমনে আনন্দের ছোঁয়া ছড়াবেই। লেখক এই গ্রন্থ উৎসর্গ করেছেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদ পত্রিকা দৈনিক আজাদী’র ছোটদের পাতা ‘আগামীদের আসর’–এর বিভাগীয় সম্পাদক লেখক সৃষ্টির কারিগর চট্টগ্রাম তথা দেশের প্রতিথযশা নাট্যজন প্রদীপ দেওয়ানজীকে। গ্রন্থটি প্রকাশ করেছেন চাষাড়া নারায়নগঞ্জ থেকে রৌদ্রছায়া প্রকাশের স্বত্বাধিকারী লেখক আহমেদ রউফ। সৌকর্ষময় বোর্ড বাঁধাই, ঝকমকে ছাপা আর দৃষ্টিনন্দন গ্রন্থটির মূল্য মাত্র দুইশত টাকা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা গ্রামের ‘মায়া কুটির’–এ বাস করা কুশলী লেখক তাঁর লেখনির শিশুতোষ প্রাণপ্রবাহ, দায়বদ্ধতার অপার নির্যাস ছড়িয়ে আছে এই ছড়াগ্রন্থ ‘ব্যাঙের মাথায় ব্যাঙের ছাতা’য়। তাঁর ইতোমধ্যে প্রকাশিত গ্রন্থসমূহ– নির্ঝর ও টুনটুন পাখি (কিশোরগল্প), আয় আয় মেঘপরী (কিশোর উপন্যাস), গাঙচিলের গান (কিশোরগল্প), মেঘ বলেছে বৃষ্টি হবে (কিশোরকবিতা), কুয়াশাকাল (বড়দের উপন্যাস), বিবস্ত্র জোছনা (বড়দের গল্প)। রাঙ্গুনিয়া ভাস্কর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা আকাশ আহমেদ সম্পাদনা করেছেন চম্চম্, ভাস্কর, মুকুট, উচ্ছ্বাসের মতো শোভন সাহিত্য পত্রিকা। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতা পেশায়ও সম্পৃক্ত রয়েছেন সংগঠক, বন্ধু বৎসল, বিনয়ী লেখক আকাশ আহমেদ। আমরা তাঁর লেখক জীবনের সত্তার আরো উত্তরণ কামনা করি।
লেখক : গল্পকার, সাংবাদিক, শিশুসাহিত্যিক