আকাঙ্ক্ষার বারুদ!

মো: মোস্তাফিজুর রহমান | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৮:২৫ পূর্বাহ্ণ

আকাঙ্ক্ষার বারুদ বিস্ফোরিত হবে এবার,

অনুভূতির আঘাত জর্জরিত করবে

হৃদপিণ্ডে তোমার!

বুঝবে অবুঝ ভালোবাসার ক্রন্দন,

টুটবে প্রত্যাশার বাহুবন্দন!

হিয়ার মাঝে হিয়া না লুকাবে বাড়বে ব্যথাভার,

অসীম অপার!

আকাশে বাতাসে উঠবে কান্নার প্রতিধ্বনি,

মলিন অঙ্গ বারুদমাখা সকরুণ নয়ন দুখানি!

অহংবোধের বারুদে নিভলো যার প্রদীপ,

সেই বুঝে কতখানি ব্যথায় কুঁকড়ে গেছে হৃদয়দ্বীপ!

তবুও কি হাসবে, ভালোবাসবে না নিবে না কাছে?

যে তোমার প্রত্যাশায় পথ চেয়ে আছে!

বুঝবে যখন পুরাবে সময় শেষ হবে সব

লেনদেন আকাঙ্ক্ষার দিন,

বিস্ফোরণের শব্দ যাবে থেমে নিস্তব্ধতার

অন্ধকার নামবে সীমাহীন!

পূর্ববর্তী নিবন্ধআড্ডার আসর বসে না আর
পরবর্তী নিবন্ধকাল আবার আসছি!