স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন আকস্মিকভাবে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে তিনি কক্সবাজার থেকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন।
আকস্মিক পরিদর্শনে এসে মন্ত্রী হাসপাতালে চিকিৎসার জন্য আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা এবং কর্মকর্তা–কর্মচারীদের আচরণ সম্পর্কে সেবা প্রার্থীদের সাথে আলাপ করেন। এসময় আগত চিকিৎসা প্রার্থীরা হাসপাতালের বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়ে মন্ত্রীকে জানান। পরে মন্ত্রী উখিয়া হাসপাতালের জরুরি বিভাগসহ সকল ওয়ার্ড, এনসিডি কর্নার, আইএমসিএইচ কর্নার, এনসি–পিএনসি কর্নার, লেবার ইউনিট, অপারেশন থিয়েটারসহ পুরো হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা ঘুরে দেখেন। মন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে দিক–নির্দেশনা প্রদান করেন এবং চিকিৎসা সেবা প্রার্থীদের সাথে বন্ধু সুলভ আচরণের নির্দেশ দেন।
পরিদর্শন শেষে মন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি স্বাস্থ্য সেবা গ্রহীতাদের মাঝে সরকার থেকে প্রাপ্ত সুবিধা সহজলভ্য করার নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, উপজেলা হেলথ কেয়ার সার্ভিসের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. রিজওয়ানুর রহমান, হাসপাতাল ও ক্লিনিক সমূহের পরিচালক ডা. আবু হোসেন মঈনুল আহসান, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মহিউদ্দীন ও কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার মন্ত্রী তিন দিনের সফরে কক্সবাজার আসেন।