হযরত শাহসূফী আকবর শাহ আল মাদানী (রহ.) ১৭৫তম এবং হযরত শাহ বাদল খান বোখারী (রহ.) বার্ষিক ওরশ আকবর শাহ থানাধীন পাহাড়তলী পাঞ্জাবী লেনস্থ দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আজ। বার্ষিক ওরশ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে একসভা এন্তেজামিয়া কমিটির পক্ষে গতকাল মঙ্গলবার সেকান্দর কোম্পানির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এরশাদ মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। ওরশের কর্মসূচিতে রয়েছে সকাল ১০টায় খতমে কোরআন, খতমে গাউসিয়া, বাদে জোহর রওজা গোসল, বাদে এশাহ মিলাদ মাহফিল, রাত ১১টায় সেমা মাহফিল, বাদে ফজর আখেরি মোনাজাত ও তবারুক বিতরণ। ওরশ এন্তেজামিয়া কমিটির পক্ষে মোতওয়াল্লী মো. জসিম উদ্দিন বাদল আশেকান ভক্তবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।