আকবর শাহে যুবকের রহস্যজনক মৃত্যু

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৩৮ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ এলাকায় আলমগীর হোসেন (৩২) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শাপলা আবাসিকের সবুজ ছায়া এলাকার একটি লেবু বাগান থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। পরিবারের লোকজন রশিতে ঝুলে মৃত্যুর কথা জানালেও পুলিশ বলছে, মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহত আলমগীর কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন চাউল ভাণ্ডার গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
আকবর শাহ থানার এসআই আবু আহমেদ চৌধুরী দৈনিক আজাদীকে বলেন, পরিবারের লোকজন বলছে রশিতে ঝুলে আত্মহত্যা করেছেন আলমগীর নামের ওই যুবক। আমরা খবর পেয়ে যখন লাশ উদ্ধারে যাই তখন ঝুলন্ত ছিল না, শোয়া অবস্থায় ছিল। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মৃত্যুহীন দিন শনাক্ত ১৪
পরবর্তী নিবন্ধবন্দর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক চালকের মৃত্যু