আকবর শাহে ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

নগরীর এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল আকবর শাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, কর্ণফুলী থানাসহ বিভিন্ন থানার একাধিক ইয়াবা চোরাচালান মামলার আসামি এমরান হোসেনকে দীর্ঘদিন ধরে খুঁজছিল পুলিশ। সে উত্তর কাট্টলী এলাকার জনৈক খোরশেদ আলমের ছেলে।
গতকাল সে নগরীর উত্তর কাট্টলীর ঈশান মহাজন রোডের কালীবাড়ির পাশে অবস্থান করছে মর্মে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালান আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জহির হোসেন। তার বিরুদ্ধে আকবর শাহ থানায়ও নাশকতার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ, দিলেন গুরুত্বপূর্ণ তথ্য
পরবর্তী নিবন্ধবিশ্ব স্বেচ্ছাসেবী দিবস পালিত