কোতোয়ালী থানায় ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পাওয়া গেল ১০ মামলার পলাতক আসামি ওসমানকে। গতকাল বুধবার ভোরে সিএমপির সহকারী পুলিশ কমিশনার নোবেল চাকমার নেতৃত্বে পুলিশের একটি টীম আকবরশাহ থানাধীন বিজয়নগর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ওসমান ও তার সহযোগী আরিফকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেল ও ১১টি রামদা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ওসমান কুমিল্লা জেলার বাংগরা বাজার থানার মো. খলিল মিয়ার ছেলে ও আরিফ ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আনোয়ার হোসেন প্রকাশ কাজলের ছেলে। তারা দুজনই আকবরশাহ এলাকায় বসবাস করতেন।
সিএমপির উপ–কমিশনার (দক্ষিণ জোন) মেহেদী হাসান বলেন, ২৪ সেপ্টেম্বর দায়ের হওয়া একটি মামলার সন্দেহভাজন আসামি ছিল ওসমান। তিনি অস্ত্রের ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে ছিনতাই ও জমি দখলসহ নানা অপরাধ করে আসছিলেন। তাকে গ্রেপ্তারে আমরা আকবরশাহ এলাকায় অভিযান চালাই। পরে জানতে পারি ওসমান ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।