আকবরশাহ থানায় রোজিনা খাতুন নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগরী পুলিশের (সিএমপি) ইতিহাসে দ্বিতীয় নারী ওসি হিসেবে যোগদান করলেন পুলিশ ইন্সপেক্টর রোজিনা খাতুন। চট্টগ্রাম নগরের আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে গতকাল তাকে পদায়ন করা হয়। এর আগে তিনি পাহাড়তলী থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোজিনা খাতুন সিএমপির দ্বিতীয় নারী ওসি। এর আগে পুলিশ ইন্সপেক্টর মর্জিনা আকতার সদরঘাট থানায় সিএমপির প্রথম নারী ওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গতকাল বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে রোজিনা খাতুনকে আকবর শাহ থানার ওসি হিসেবে পদায়ন করা হয়। খুলনার মেয়ে রোজিনা খাতুন ইংরেজি সাহিত্যে অনার্স ও মাস্টার্স করেছেন। তিনি ইতোপূর্বে র‌্যাব, সিআইডি এবং জেলা পুলিশের নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
পরবর্তী নিবন্ধসাবেক হুইপ কমলের দখলে থাকা ২৯ একর জমি উদ্ধার