আকবরশাহ এলাকায় ঘর থেকে বের হতে না পেরে আগুনে নারীর মৃত্যু

আজাদী অনলাইন | রবিবার , ১৯ ডিসেম্বর, ২০২১ at ২:০৫ অপরাহ্ণ

নগরের আকবরশাহ থানাধীন ভাণ্ডারী কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঘর থেকে বের হতে না পেরে রিজিয়া বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘরে থাকা মেয়ে দৌড়ে বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায়।
রোববার (১৯ ডিসেম্বর) ভোর ৫টা ৫৫ মিনিটের দিকে একটি লম্বা ৫ কক্ষের টিনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, ভোরে আগুন লাগার খবর পেয়ে একটি কক্ষে থাকা মেয়ে দ্রুত বের হয়ে যায়। এসময় তার মা ঘরে আটকা পড়ে। প্রাণে বাঁচতে তিনি চৌকির নিচে ঢুকে যান। কিন্তু বাঁচতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে। একপর্যায়ে চৌকির নিচ থেকে রিজিয়া বেগমের মরদেহ উদ্ধার করেন তারা।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ বলেন, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। পরে ঘর থেকে রিজিয়া নামের এক নারীর মরদেহ উদ্ধার করি। আগুনের সূত্রপাত কিভাবে, তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় শনাক্ত ৪ জন
পরবর্তী নিবন্ধসেই রুনুকে দিয়েই বুস্টার ডোজ শুরু