আকবরশাহ এলাকায় কারে লরির ধাক্কা, নিহত ১

আজাদী প্রতিবেদন | বুধবার , ৭ মে, ২০২৫ at ৬:৫৯ পূর্বাহ্ণ

নগরে আকবর শাহ এলাকায় লরির ধাক্কায় এক প্রাইভেট কার আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীও। নিহত প্রাইভেট কার আরোহী মো. ইব্রাহীম (৪২)। আহত নারীর নাম নূপুর (৩৫)। এ দম্পত্তি খাগড়াছড়ির রামগড় এলাকার বাসিন্দা।

জানা গেছে, সাহেব বাবুর বৈঠকখানা পার্কের পাশে চলন্ত প্রাইভেট কারকে বিপরীত দিক থেকে আসা লরি ধাক্কা দেয়। এতে দুই আরোহী ইব্রাহীম ও নূপুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন।

পূর্ববর্তী নিবন্ধনতুন ব্রিজে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, বাসচালককে ছুরিকাঘাত
পরবর্তী নিবন্ধমীরসরাই পৌর বিএনপির আনন্দ মিছিলে মারামারি, আহত ১