নগরে আকবর শাহ এলাকায় লরির ধাক্কায় এক প্রাইভেট কার আরোহীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রীও। নিহত প্রাইভেট কার আরোহী মো. ইব্রাহীম (৪২)। আহত নারীর নাম নূপুর (৩৫)। এ দম্পত্তি খাগড়াছড়ির রামগড় এলাকার বাসিন্দা।
জানা গেছে, সাহেব বাবুর বৈঠকখানা পার্কের পাশে চলন্ত প্রাইভেট কারকে বিপরীত দিক থেকে আসা লরি ধাক্কা দেয়। এতে দুই আরোহী ইব্রাহীম ও নূপুর গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আশেক বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন।