৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. জহুরুল আলম জসিম বলেন, পাহাড়তলী ওয়ার্ডের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের ঐকান্তিক আন্তরিকতায় গত ৫ বছরে প্রায় ১৬০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে এবং আরো প্রায় ৫০ কোটি টাকার কাজ চলমান রয়েছে। চলমান এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে যোগ্য প্রার্থী নির্বাচন করা পাহাড়তলী ওয়ার্ডবাসীর নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আকবরশাহ্ এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত আহ্বান জানান।
সমাজসেবক হামিদ মোল্লার সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর কবির নয়নের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিন, কৈবল্যধাম আবাসিক এলাকা সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সুমন, আওয়ামী লীগ নেতা ফাহিম উদ্দিন, মো. সেলিম বাদশা, মো. তৌহিদুর রহমান পাপ্পু, মো. আলী, খোকন চন্দ্র শীল, আবদুর রহমান বাচ্চু, হামিদ মোল্লা, মো. ফারুক শেখ, মো. সেলিম জমাদ্দার, জসিম সওদাগর, ফয়েজ উল্লাহ, ইদ্রিস প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।