আকবরশাহ্‌ ও পাহাড়তলী অনলাইনে জুয়া আটক ৪

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৭ মে, ২০২২ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ্‌ ও পাহাড়তলী এলাকা থেকে বিভিন্ন অনলাইন সাইটে জুয়া খেলার অপরাধে ৪ জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৭ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পরিচালক নূরুল আবছার জানান, গোপন সংবাদের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, নগরীর আকবরশাহ্‌ এবং পাহাড়তলী এলাকার একটি দোকান ও গোডাউনের ভেতরে কয়েকজন জুয়াড়ি মোবাইল ও ল্যাপটপের ব্রাউজার থেকে জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলাসহ বিকাশের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করে আসছে।

এ সংবাদের ভিত্তিতে গত ২৫ মে রাত দশটার দিকে র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে শাহপরান (৩১), জসিম উদ্দিন (৩৪), মঈনুল ইসলাম (২৬) এবং আব্দুর রশিদকে (৩১) আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা অনলাইনে জুয়া খেলাসহ জুয়ার টাকা লেনদেনের কথা স্বীকার করে। ঘটনাস্থল থেকে অনলাইন জুয়া খেলা ও ই-ট্রানজেকশন কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইল ফোন, একটি ল্যাপটপ, জুয়া খেলার নগদ দশ হাজার টাকা এবং আসামিদের ব্যবহৃত মোবাইল থেকে জুয়া খেলার একাউন্টসহ বিভিন্ন লেখা সম্বলিত ১২ পাতা স্ক্রিনশট উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশরীরে বিষক্রিয়া সৃষ্টি করা বর্জ্য মাটির উপর দেখতে চাই না
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে সকল ধর্মের শিক্ষার্থীদের দ্বার উন্মুক্ত : এমপি নদভী