নগরীর আকবরশাহ থানা এলাকায় অভিযান অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী তারেক আকবর ও নলা কাশেমের সহযোগী আলী আকবরকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে আকবরশাহ্ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আকবরশাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান।
পুলিশ জানায়, এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম আকবরশাহ্ থানাধীন পাক্কা রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী আলী আকবরকে গ্রেপ্তার করে। আকবর ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী শীর্ষ সন্ত্রাসী তারেক আকবর ও নলা কাশেমের সহযোগী।
জানা যায়, গ্রেপ্তার আলী আকবর লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার ১৮ নম্বর কুশাখালী ইউপির ৬ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের পুত্র। তিনি বর্তমানে আকবরশাহ থানাধীন ১০ নম্বর সলিমপুর ইউপির সমাদ্দর পাড়ার সাহাবুদ্দিন সওদাগরের ভাড়াঘরে থাকেন। তার বিরুদ্ধে আকবরশাহ্ থানায় মামলা দায়ের করা হয়েছে।












