নগরীর আকবরশাহ থানাধীন বেলতলী ঘোনা এলাকায় ডাব পাড়া নিয়ে ঝগড়ার জেরে মহিম উদ্দিন (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে প্রতিপক্ষ। গতকাল বিকেলে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, বেলতলী ঘোনা এলাকায় কিছু যুবক নারকেল গাছ থেকে জোরপূর্বক করে ডাব পাড়তে গেলে কেয়ারটেকারের সঙ্গে তাদের ঝগড়া হয়। এক পর্যায়ে ডাব পাড়তে আসা কয়েকজন মিলে কেয়ারটেকার মহিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তবে পুলিশ এ ঘটনায় মো. ইসমাইল (২১) নামে একজনকে আটক করে।
আকবরশাহ থানার এসআই মো. ইসমাই জানান, ডাব পাড়ার জেরে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এছাড়া ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।