আকবরশাহে ফোম কারখানায় আগুন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন কৈবল্যধাম হাউজিং এলাকার একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ফ্যামিলি নামের ওই ফোম কারখানার চার লাখ টাকার ক্ষতি হয়েছে। ৩০ লাখ টাকার মালামাল নিরাপদে উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল ৮টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। একপর্যায়ে ৯ টা ১০ এর দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এমনটায় ধারণা করা হচ্ছে উল্লেখ করে আগ্রাবাদ স্টেশনের স্টেশন অফিসার শফিকুল ইসলাম আজাদীকে বলেন, কারখানাটি রহমতউল্লাহ নামের একজনের।

পূর্ববর্তী নিবন্ধ‘চতুর্থ শিল্প বিপ্লব : বাংলাদেশের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রে শিক্ষার্থীদের প্রশিক্ষণ