নগরীর আকবরশাহ এলাকা থেকে সাতটি চোরাই মোবাইলসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ধৃতরা হচ্ছেন মো. ফয়সাল, মো. সাইমন ইসলাম ও মো. রাব্বি রবিন। গতকাল সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার আকবর শাহ থানার সিডিএ এক নম্বর রোডে অভিযান করে সাতটি মোবাইলসহ তিনজনকে আটক করা হয়। ধৃতরা চট্টগ্রাম শহরের বিভিন্ন উৎস থেকে চোরাই মোবাইল সংগ্রহ করে বিক্রির জন্য নিজেদের হেফাজতে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।