আকবরশাহে চন্ডীযজ্ঞ উদযাপন

| রবিবার , ১৩ মার্চ, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ ৯নং ওয়ার্ডে গুরুকূল ব্রহ্মচর্য সেবাশ্রম প্রাঙ্গণে প্রধান উপদেষ্টা সমীরণ চন্দ্র দেওয়ানজীর সার্বিক সহযোগিতায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সনজিদ চন্দ্র দাশের সভাপতিত্বে ও শ্যামল মহাজন লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহিলা কাউন্সিলন নুর জাহান বেগম রুবি। বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র দাশ, সেবায়েত দুলাল কান্তি নাথ ও মহাসচিব কিশোর কুমার পাল। পৌরহিত্য করেন অদ্বৈতানন্দ পুরী মহারাজ। যন্ডীযজ্ঞ পরিচালনা করেন রাখালানন্দ ব্রহ্মচারী, অনিল ব্রহ্মচারী ও বাবুল গোসাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধতরুণ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
পরবর্তী নিবন্ধবাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের প্রস্তুতি সভা