আকতার হোসেন

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

দক্ষিণ মধ্য হালিশহর ৩৮নং ওয়ার্ডের বরখান পাড়া নিবাসী চট্টগ্রাম৮ আসনের সাবেক এমপি লিয়াকত আলীর ছোট ভাই এবং মরহুম আব্দুর রাজ্জাকের ৩য় পুত্র মো. আকতার হোসেন গতকাল শনিবার সন্ধ্যায় মেহেদীবাগের একটি হসপিটালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহিরাজিউন)

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪। মরহুমের জানাজার নামাজ আজ সকাল ১০টায় আব্দুল আজিজ মালুম জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লতিফা ছাত্তারের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আকতার হোসেন মৃত্যুকালে ১ ভাই, ৪ বোন ও বহু আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকাল গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেছেন হযরত সামসুল ওলামা মৌলভী নাদের আলী শাহ (রঃ) ওরশ কমিটির মোতায়াল্লী এম. ডি মহসিন মুরাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদীঘিনালায় অস্ত্র ও গুলি উদ্ধার
পরবর্তী নিবন্ধদক্ষ চালক তৈরির লক্ষ্যে চালু হলো শাহ এমদাদীয়া ড্রাইভিং স্কুল