আমি আর আমার মত বাঁচতে পারছি না।
আমার লৌহসিন্দুকের চারপাশে হাজারো সুতানালি সাপ।
ওদের চাহনিতে ঘৃণা, নিঃশ্বাসে আগুন।
ধবধবে সাদা খোলসে লাল রক্তের ছিটা।
ওরা ঘুরে ঘুরে ছিদ্রপথ খুঁজছে।
সুযোগ পেলেই সিন্দুকভর্তি ছড়িয়ে দেবে হলাহল।
আমি প্রাণ বাঁচাতে ৯৯৯ এ ফোন দিলাম।
ওরা যখন আসলো, তখন চারপাশে বিষের অনল ছড়িয়ে পড়েছে।
কুণ্ডলিপাকানো ধোঁয়া ঢুকে পড়েছে কোন ছিদ্রপথে।
আমি অনিবার্য মৃত্যুর কাছে নিজেকে সঁপে দিলাম।
এটা আমার ভোররাতের দুঃস্বপ্ন ছিল।
আমি দিব্যপুরুষ নই।
সোলেমানি খোয়াবনামায়ও বিশ্বাস নেই।
তবু ভয় হয়, মাঝে মাঝে আমার স্বপ্ন সত্য হয়ে যায়।