আকতার পারভেজকে অনারারি কনসাল করে সন্তুষ্ট মালয়েশিয়া

হাইকমিশনার হাজনা মোহাম্মদ হাশিম

| সোমবার , ২০ মার্চ, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

মালয়েশিয়ার অনারারি কনসাল নিয়োগ পেয়ে প্রথমবারের মতো একটি ওয়েলকাম ডিনারের আয়োজন করেছেন পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ। গত শুক্রবার রাত সাড়ে ৮টায় নগরের নাসিরাবাদ হাউজিংয়ে পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমানের বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত মালেশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম।

চট্টগ্রামে সদ্য দায়িত্বপ্রাপ্ত মালয়েশিয়ার অনারারি কনসাল ও পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ বলেন, মালয়েশিয়া আমাদের পরম বন্ধু। আমি আশাকরি উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আগামীতে শক্তিশালী হবে এবং মালয়েশিয়ার সাথে আমাদের আর্থসামাজিক সম্পর্ক আরও প্রশস্ত হবে ও ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। মালেশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাশিম বলেন, মালয়েশিয়া সবসময় বাংলাদেশের পাশে ছিল, আগামীতেও থাকবে। মোহাম্মদ আকতার পারভেজ বাংলাদেশের একজন ব্যবসায়ী। তিনি বাংলাদেশের প্রথমবারের মতো অটোমোবাইল ম্যানুফেকচারিং প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার মত একজন সৎ ও নিষ্ঠাবান ব্যাক্তিকে অনারারি কনসাল হিসেবে নিয়োগ দিতে পেরে মালয়েশিয়ার সরকার আনন্দিত। আশা করি মালয়েশিয়া এবং বাংলাদেশের মধ্যে ভবিষ্যত সম্পর্ক আরও সুদৃঢ় হবে। আমি তাকে দেখেছি, তিনি খুবই আন্তরিকতার সাথে তার দায়িত্ব পালন করেন। তার দায়িত্ব পালনের জেলাটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ অঞ্চলের ওপর দেশের অর্থনীতি নির্ভর করে। আশা করছি, তিনি কূটনৈতিক দায়িত্ব পালনে সঠিকভাবে কাজ করবেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে একটি গান পরিবেশন করে বক্তব্য রাখেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, সুখ কেনা যায় না। সুখ মালিকানায় নেওয়া যায় না। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৭ টাকা কেজি টমেটো তবুও মিলছে না ক্রেতা
পরবর্তী নিবন্ধপৈতৃক সম্পত্তি নিয়ে জটিলতা নিরসনে ভূমি বণ্টননামা কার্যকর হচ্ছে : ভূমিমন্ত্রী