চসিক মেয়র মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মীরা নালিশ পার্টির ষড়যন্ত্র সর্ম্পকে সচেতন থেকে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে হবে।
তিনি আরও বলেন, ‘বর্তমান মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক অবস্থান ইতিহাসের পাতায় লেখা থাকবে। আগামী নির্বাচনের গুরুত্বপূর্ণ অবদান রাখতে স্বেচ্ছাসেবক লীগ সঠিক পথেই হাঁটছে।
শনিবার (১৫ জুলাই) নগরীর বহদ্দার হাটের আরবি কনভেশন ক্লাবে চান্দগাঁও থানা ও ৪, ৫, ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনের উদ্বোধন করেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। সম্মেলনে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ-র সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ ধর্ম বিষয়ক সম্পাদক শ্যামল গোস্বামী, প্রধান বক্তা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ।
বক্তব্য রাখেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল আলম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক নিজাম উদ্দিন নিজু, ৪নং ওয়ার্ড কাউন্সিলর এসরারুল হক এসরাল। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. তসলিম উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেবাশীষ আচার্য্যের সঞ্চালনায় সম্মেলনে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপু।