আওয়ামী লীগ সম্প্রীতি সমাবেশ করবে আজ

| মঙ্গলবার , ১৯ অক্টোবর, ২০২১ at ৬:৫৭ পূর্বাহ্ণ

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধের আহ্বানে আজ মঙ্গলবার সারাদেশে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। কেন্দ্রীয় কর্মসূচি শুরু হবে সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে। সব জেলা, মহানগর, উপজেলায়ও একই কর্মসূচি থাকবে। এছাড়াও আওয়ামী লীগের নেতারা সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনেও যাবে। খবর বিডিনিউজের।
দুর্গাপূজার মধ্যে গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের একটি মন্দিরে কুরআন অবমাননার কথিত অভিযোগ তুলে কয়েকটি মন্দিরে হামলা-ভাঙচুর চালানো হয়। এরপর চাঁদপুর, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনীসহ কয়েকটি জেলায় মন্দিরে হামলা হয়, তাতে নিহত হয় অন্তত ছয়জন। এই পরিস্থিতিতে গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কর্মসূচি ঠিক হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
তিনি বলেন, দেশের অগ্রযাত্রা ব্যাহত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। সরকার ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করেছে। ইতোমধ্যে অনেকেই গ্রেপ্তার হয়েছে এবং বাকিদেরও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দিন : অনুপম সেন
পরবর্তী নিবন্ধচার কোটি টাকার আফিমসহ নারী মাদক ব্যবসায়ী আটক