সন্দ্বীপ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মোক্তাদের মাওলা সেলিমের ২ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কর্মী সভা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মিশন।
সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আয়ুব সওদাগর। উপস্থিত ছিলেন পৌরসভা নৌকা মার্কার নির্বাচন পরিচালনা পরিষদের আহব্বায়ক অধ্যক্ষ জামিল ফরহাদ, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, পৌরসভা যুবলীগের সভাপতি শাকিল উদ্দিন খোকন, আওয়ামী লীগ নেতা প্রভাষক ফসিউল আলম সহ আরো অনেকে। প্রধান অতিথি বলেন, নির্বাচনে মোক্তাদের মাওলা সেলিমকে বিপুল ভোটে নির্বাচিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।