পটিয়া উপজেলা ও পৌরসভা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আমজুর হাট এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া। সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ এবং শিবির জোট বেঁধে ভিন্নমুখী শক্তিগুলোও আজ একত্রিত হয়ে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়ে অপপ্রচারে লিপ্ত। ডাকসু নির্বাচনই তার প্রমাণ।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ–সভাপতি ওয়াহিদুর রহমান বানি, উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জেড আই কামাল। বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, মাসুদ সিকদার, মুরাদুল আলম, মাইনুদ্দীন মনির, আলী হায়দার হিরু, তোহিদুল আলম, শহীদুল্লাহ চৌধুরী মানিক, মোহাম্মদ ফারুক ও দিদারুল আলম, সদস্য রাশেদুল আলম, মীর এস এম সরোওয়ার, আব্দুস সালাম, আবুল কাশেম মিয়া, সামশুল ইসলাম সুমন প্রমুখ।












