আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতা গ্রেপ্তার

পটিয়া ও হাটহাজারীতে অভিযান

আজাদী ডেস্ক | রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ৫:৩১ পূর্বাহ্ণ

পটিয়া ও হাটহাজারীতে ডেভিল হান্ট ফেজ২ অভিযানের অংশ হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ জন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

পটিয়া প্রতিনিধি জানান, উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে পৌরসভা ও হাইদগাঁও ইউনিয়ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পটিয়া থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে পৌর সদরের থানা মোড় এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সদস্য মো. ইমনকে (২২) গ্রেপ্তার করা হয়। আগের দিন রাত ১০টা ২০ মিনিটে পটিয়ার হাইদগাঁও ইউনিয়নের পান বাজার এলাকা থেকে ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনন্দ চৌধুরীকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।

পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক জিয়া জানান, ডেভিল হান্ট ফেজ২ অভিযানের আওতায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসব অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে সংশ্লিষ্ট পৃথক দুটি মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

হাটহাজারী প্রতিনিধি জানান, উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে শিকারপুর ইউনিয়ন এলাকা থেকে তাদের আটক করা হয়। গতকাল শনিবার হাটহাজারী থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিকারপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত আবু তাহের মিয়ার ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন (৩৬) এবং একই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মাহবুব আলমের পুত্র ও ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য মো. ফারুক (৩৮)। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলাসহ একাধিক মামলা রয়েছে।

হাটহাজারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং মামলার সংখ্যা ও বিস্তারিত তদন্ত চলছে।

পূর্ববর্তী নিবন্ধনিউ মার্কেট মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার করা হবে : রিজওয়ানা