১৫ হাজার পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে গতকাল বুধবার নগরীর ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড, ৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড ও ৩৪নং পাথরঘাটা ওয়ার্ডে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। নওফেলের নিজস্ব তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে নওফেল বলেন, আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে মানুষের ভাগ্যের উন্নয়ন কিভাবে করা যায় তার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। দেশে সামপ্রদায়িক অপশক্তির স্থান নেই। কাউন্সিলর জহর লাল হাজারী সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, ইকবাল হাসান, দিদারুল আলম, মঞ্জুর আলম, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত প্রমুখ।
৩৩নং ফিরিঙ্গিবাজার ওয়ার্ড : স্বপন মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সিডিএ চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ, শফিক আদনান, আব্দুল হাই, মোহাম্মদ সালাউদ্দিন প্রমুখ।
৩৪নং পাথরঘাটা ওয়ার্ড : কাউন্সিলর পুলক খাস্তগীরের সভাপতিত্বে এবং প্রবাল চৌধুরী মানুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, আবুল মনসুর, আফছার উদ্দিন, ফজলা আজিজ বাবুল, আসফাক আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












