চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক যুগ্ম–সাধারণ সম্পাদক, প্রাক্তন লায়ন্স জেলা গভর্নর লায়ন মোহাম্মদ শামসুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে … রাজেউন)। গতকাল বৃহষ্পতিবার দুপুরে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যানসার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার সকাল ১০টায় নগরীর লালদীঘি ময়দানে প্রথম নামাজে জানাযা ও বাদে জুমা পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লায়ন শামসুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার–পরিজন, আত্মীয়–স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শামসুল হকের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
লায়ন শামসুল হকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন– ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি, হুইপ সামশুল হক চৌধুরী এমপি, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি, এবিএম ফজলে করিম চৌধুরী এমপি, আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম, সাবেক লায়ন্স জেলা গভর্নর লায়ন নাজমুল হক চৌধুরী, সাবেক গভর্নর লায়ন রফিক আহমেদ, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডির পক্ষে ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রাক্তন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন নাসির উদ্দিন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকম শামশুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, পৌর মেয়র আইয়ুব বাবুল, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, জিরি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম টিপু, জেলা যুবলীগের সাবেক সভাপতি আমম টিপু সুলতান চৌধুরী প্রমূখ। তাঁরা শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার–পরিজন, আত্মীয়–স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।












