আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাইড করেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ করা নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। গতকাল শুক্রবার বেলা ১২টায় মাগুরা নিজনান্দুয়ালী নিতাই গৌরপাল সেবাশ্রমে অধ্যক্ষ মহারাজ চিন্মন দাস মহারাজ চঞ্চল গোসাইরে মন্দির পরির্দশে গিয়ে প্রেস সচিব বলেন, সারা দেশে বিপুল সমারাহে ভালো একটা নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম শহরে প্রচার করছেন। খবর বিডিনিউজের।
আওয়ামী লীগ প্রশ্নে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ নিজেরা নিজেদের ডিসকোয়ালিফাইড করেছে। একটা রাজনৈতিক দল যদি হাতে অস্ত্র হাতে তুলে নেয়। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রদের ওপর হামলা করে, তখন কোনো মানুষই ওই রাজনীতি দলকে সুযোগ দেবে না। আওয়ামী লীগ ভুল স্বীকার না করলে জনগণ তাদের ক্ষমা কববে না। বিগত সময় আওয়ামী লীগ দেশে ফ্যাসিজম কায়েম করেছে। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে তারা মানুষের অধিকার হরণ করেছে। মানুষের সঙ্গে অত্যাচার জুলুম করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আছাদুজ্জামান কামাল। তাদেরসহ আওয়ামী লীগের সব দোষীদের বিচারের মুখোমুখি হতে হবে।












