ঢাকায় বিএনপির সমাবেশের দিন চট্টগ্রাম নগরীর নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগসহ সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। তারা বলছেন, বিএনপির নেতাকর্মীদের চোরাগুপ্তা হামলা ও নৈরাজ্য ঠেকাতেই এই অবস্থা কর্মসূচি।
উত্তর জেলা আ. লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বিগত দিনে জামায়াত–বিএনপি চক্র বোমা সন্ত্রাস, আগুন সন্ত্রাস করে মানুষ মেরে উল্লসিত হয়েছিল। তারা পুনরায় মানুষ মারার ষড়যন্ত্র শুরু করেছে। বিএনপি–জামায়াত চক্রের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে গতকাল দোস্ত বিল্ডিং চত্বরে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলোত্তর প্রতিবাদী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান বলেন, অতীতে অনেক ছাড় দেয়া হয়েছে, কিন্তু এখন আর ছাড় দেয়া হবে না। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মো. মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
দক্ষিণ জেলা আ. লীগ : গতকাল বিকেল ৩টায় আন্দরকিল্লাস্থ সংগঠন কার্যালয়ে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক সভা সংগঠনের সহ–সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আবদুল কাদের সুজনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ ইদ্রিস, আবু সুফিয়ান, এড. মির্জা কছির উদ্দিন, এড. জহির উদ্দিন, গোলাম ফারুক ডলার, নুরুল আবছার চৌধুরী, আবু জাফর, শাহনেওয়াজ হায়দার শাহীন, নাছির আহমদ, মোস্তাক আহমদ আঙ্গুর, ছিদ্দিক আহমদ, আবুল কালাম আজাদ, আ ম ম টিপু সুলতান চৌধুরী, অধ্যাপক পার্থ সারথী চৌধুরী প্রমুখ।
হাটহাজারী : হাটহাজারী প্রতিনিধি জানান, শনিবার উত্তর জেলা আ. যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নুরুল আলম বাসেক, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মাদ আকতার হোসেন, জেলা যুবলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক শহীদুল আলম, অধ্যাপক নাজমুল হুদা মনি, আবু মোহাম্মাদ ফোরকান প্রমুখ।
বোয়ালখালী উপজেলা যুবলীগ : বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামাতের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েম কবিরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর। বিশেষ অতিথি ছিলেন, সাইদুল আলম, বেলাল মোহাম্মদ সাইফুদ্দিন, মঈন উদ্দিন বাদল, মুবিনুল কামাল, শেখ রেজাউল করিম সাহেদ, মো. সুজন, মহিউদ্দিন মিন্টু, এসএম রোকন উদ্দিন, এ এইচ মুন্না, রিপন, নিশান প্রমুখ।
স্বেচ্ছাসেবক লীগ : বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে গতকাল থেকে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মহানগর স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা অবস্থান নেন। নগরীর চৌমুহনী, নিউমার্কেট, চকবাজার, বহদ্দার হাট, মুরাদপুর, অক্সিজেন মোড়ে, অলংকার মোড়ে অবস্থান কর্মসূচি শেষে দুপুরে নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এড. তসলিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক তোসাদ্দেক নূর চৌধুরী তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। এতে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মনোয়ার জাহান মনি, আজিজ মিছির, নাজমুল হুদা শিপন, আজাদ খান অভি, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান্
উত্তর জেলা যুবলীগ : বিএনপি–জামাতের সন্ত্রাস, নৈরাজ্য, তাণ্ডব, অপরাজনীতির প্রতিবাদে চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, সাবেক ছাত্রনেতা রাশেদ খান মেননের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও রাজপথে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা কাজী গোলাম সরওয়ার সুরুজ, মোহাম্মদ বাবুল, ইঞ্জিনিয়ার মো. হাবিবুর রহমান, মোহাম্মদ রাজীব আহমেদ, মোহাম্মদ রোবায়েত চৌধুরী, আবু সাঈদ, কাজী এমরান হোসেন মানিক, আরিয়ান আহমেদ সোহাগ, জাহিদুল ইসলাম গালিব প্রমুখ।
পাহাড়তলী ও আকবরশাহ যুবলীগ : বীর চট্টলার মাটিতে কোন নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রবেশ করতে দেয়া হবে না বলে ঘোষণা করেছে চট্টগ্রাম মহানগর যুবলীগের অন্যতম সংগঠক মনোয়ার উল আলম চৌধুরী নোবেল। গতকাল নগরীর প্রবেশদ্বার কর্ণেল হাট সিটি গেইটে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেয়া হয়। এ সময় অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাহাড়তলী থানা আওয়ামী লীগ নেতা সেকান্দর সেকু, সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, হাবিবুর রহমান রিপন প্রমুখ।
যুবলীগ : গতকাল মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক যুবনেতা মাহাবুবুল হক সুমনের নেতৃত্বে সারাদিনব্যাপী অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং মোটরবাইক শোডাউনের মাধ্যমে সমাপ্ত হয়। মোটরবাইক শোডাউনটি নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ পরবর্তী সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতি ছিলেন আবসার উদ্দীন, শাহিন সরওয়ার, রাজিব হাসান রাজন, আফগানি বাবু, শাহনেওয়াজ রাজিব, মো. ইউনুছ, আব্দুর রহিম জিল্লু, ইরফানুল আলম জিকু, মো. ওয়াসিম, কফিল উদ্দীন, মো. লোকমান প্রমুখ।
এদিকে বিএনপির দেশব্যাপী জ্বালাও পোড়াও, নাশকতা ও অগ্নিসন্ত্রাস রুখে দিতে ও সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে চট্টগ্রাম মহানগর যুবলীগের সংগঠক সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাতের নেতৃত্বে গতকাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্ত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশ জালাল আহমেদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক ছাত্রনেতা ইয়াসির আরাফাত বলেন, সাধারণ জনগণ, কৃষক, শ্রমিক এবং দলীয় নেতাকর্মীদের কারো গায়ে হাত দিলে আর ক্ষমা নেই। এসময় উপস্থিত ছিলেন জুলফিকার আলী ভুট্টো, এহসানুল হক ডিউক, মীর ইকবাল, মোস্তফা পলিন, শওকত হোসেন, জোবায়ের বাশার, শুভ দাশ, পারভেজ হাবিব, কাউছার উদ্দিন, সাদ্দাম হোসেন, ইরফান হাসান, কাইছার আহমেদ প্রমুখ।
যুব সমাবেশ : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মানবিক যুব সংগঠক এম আর আজিম বলেছেন–বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে চট্টগ্রাম মহানগর যুবলীগের প্রতিটি নেতাকর্মী রাজপথে প্রস্তুত আছে এবং থাকবে। গতকাল বিভিন্ন স্থানে বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশের উপর হামলা, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং সাধারণ জনগণের যানমাল রক্ষার্থে অবস্থান কর্মসূচি ও সন্ত্রাসী বিরোধী যুব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা হাসান মনসুর, মহানগর যুবলীগ আহ্বায়ক কমিটির সাবেক সদস্য হাবিব উল্লাহ নাহিদ, সাবেক ছাত্রনেতা আছিফুর রহমান মুন্না, বেসরকারি কারা পরিদর্শক ফারুকুল ইসলাম অঙ্কুর, মীর ইমরুল হাসান চৌধুরী রুবেল, ফজলুল কবির সোহেল, মেজবাহ উদ্দিন আহমেদ মোর্শেদ, ওমর খৈয়াম তৈয়ব, কফিল উদ্দিন আহমেদ, আ.স.ম মঈনুল ইসলাম মনি, হামিদুর রহমান সাকিব, গোলাম কিবরিয়া, আলী রেজা পিন্টু, মো. সেলিম, আদনান মাহফুজ সজিব, গিয়াস উদ্দিন সিদ্দিকী, সাজ্জাদ হোসেন, সানি দে, সাঈদ রহিম, শরীফ হোসাইন, নওশাদ আলম মুন্না, সোহেল ইমরান প্রমুখ।
৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : বিএনপি জামাতের সন্ত্রাসী কর্মকাণ্ড, পুলিশের উপর হামলা, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এবং সাধারণ জনগণের যানমাল রক্ষার্থে অবস্থান কর্মসূচি ও সন্ত্রাসীবিরোধী সমাবেশ গতকাল উত্তর পতেঙ্গা কাটগড়স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী আজাদ, আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, শাহাদাত হাসান, নুর আহমেদ, সামসুউদ্দিন, জাবের আহমেদ, জসিম চৌধুরী, আকবর চৌধুরী, নুরুল আকতার, ফরিদ নেওয়াজ, সাদেকুর রহমান, সুকুমার, ইদ্রিস, নাজিম উদ্দিন, মো. সুলতান, সাবের, লিটন মহাজন, ইকবাল, নাসির, সুমন, ছাত্রলীগ নেতা হাসান হাবিব সেতু, মেহরাজ তৌসিফ।
৩৭নং মুনিরনগর ওয়ার্ড : বিএনপি–জামাতের নৈরাজ্য অরাজকতার প্রতিবাদে ৩৭নং মুনিরনগর ওয়ার্ডে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বন্দর এলাকা প্রদক্ষিণ করে পোর্ট কলোনী ১২নং সড়কস্থ শহীদ মিনার পাদদেশে এসে যুব সংগঠক বখতিয়ার হোসেন সুমনের সভাপতিত্বে ও মহানগর ছাত্রলীগ সহ–সভাপতি ফররুখ আহমেদ পাবেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ–সম্পাদক মেজবাহ উদ্দিন মোর্শেদ, মহানগর ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য মোসলেহ উদ্দিন আহমেদ শিবলী, যুব সংগঠক উত্তম দত্ত, মাজেদুল ইসলাম মারুফ, কবির আহমেদ, আব্দুর রহিম রুবেল, মিলন দাশ, মো. সালাউদ্দিন, রাজীব দাশ, আমির হামজা মামুন, নাসির উদ্দিন শাওন, মো. খুরশীদ বাদশাহ, হেদায়েত উল্লাহ রাজু, অলি আহাদ, শামসুল আলম ফয়সাল, সাদ্দাম হোসেন প্রমুখ।
বড়পোল মোড়: সারাদেশে জামায়েত–বিএনপি‘র নৈরাজ্য, অগ্নিসংযোগ, পুলিশের উপর হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে গতকাল ১০ ডিসেম্বর সকাল থেকে নগরীর বড়পোল মোড় বঙ্গবন্ধু ভাস্কর্য বজ্রকন্ঠ চত্বরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু র উদ্যোগে দিনব্যাপী অবস্থান কর্মসুচী পালন করা হয়। এসময় যুবলীগ নেতা মনিরুল হকের সভাপতিত্বে ও সাজিবুল ইসলাম সজীবের পরিচালনায় ্এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল শুরু হয়ে পোর্টকানেকটিং রোড, এঙেস রোডসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জাকের আহমেদ খোকন, সেকান্দর আযম, নায়েবুল ইসলাম ফটিক, আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নূরনবী পারভেজ, রঞ্জিত কুমার শীল, মোঃ ইমতিয়াজ বাবলা, সালাউদ্দিন বাবর, ফরহাদ আব্দুল্লাহ, মোঃ ইসমাঈল, মাকসুদুল আলম জিকু, সাজ্জাদ আলী জুয়েল প্রমুখ।
বন্দর থানা আওয়মী লীগ : দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বন্দর থানা আওয়ামী লীগের উদ্যোগে থানার ভারপ্রাপ্ত সভাপতি সুলতান আহমদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে গতকাল বিক্ষোভ মিছিলে ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের মো. ইউনুস, কামরুল হোসেন, মোরশেদ আলম, মহিউদ্দিন কবির, এস এম আবু তাহের, এনামুল হক মুনিরী, সামসুল আলম, আবদুস ছমদ, স্বপন ঘোষ, আবদুর নুর, মোক্তার আহমেদ, মো. নাছির উদ্দীন, আবদুল আজিম, জাকির মিয়া, মহিউদ্দিন হোসেন, মো. মিজানুর রহমান মিজান, জেবল হোসেন বাদশা, জুয়েল, মো. সাহাব উদ্দিন, মো. তারেক হোসেন, মো. মুজিব, মো. ইকবাল হোসেন, নূরউদ্দিন, মো. আনোয়ার হোসেন, মো. হোসেন চৌধুরী সাদ্দাম, ভাগিনা নাছির, সাদ্দাম হোসেন শুভ, সুমন, মো. কাইয়ুম প্রমুখ।
যুবলীগ–স্বেচ্ছাসেবক লীগ : ঢাকায় সমাবেশের নামে বিএনপি–জামাত জোটের অগ্নিসন্ত্রাস ও সাধারণ মানুষের জান–মালের উপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বহদ্দারহাট মোড়ে যুবলীগ–স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সতর্ক অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি মিনহাজুল আবেদিন চৌধুরী সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা কেএম শহীদুল কাওসার, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, দেবাশীষ আচার্য্য, ফয়সাল বাপ্পী, সায়েম চৌধুরী, ইদ্রিস চৌং খোকন, ইঞ্জিনিয়ার দিদারুল আলম, শামসুল হুদা সামুন, ইসমাইল হোসেন, মো. ইদ্রিস, মোসাদ্দেকুল মওলা সোহরাব প্রমুখ।
নাসিরবাদ ওয়ার্ড আওয়ামী লীগ : দেশবিরোধী বিএনপি–জামাতের আন্দোলনের নামে দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নাসিরবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আ,লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে মিছিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জয়বাংলা চত্ত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, একেএম জাফরুল্লাহ চৌধুরী, মোহাম্মদ মাহমুদ, নটরাজ গুপ্ত, মোহাম্মদ হারুন, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ কুরবান, মোহাম্মদ সিরাজ, শেখ আরিফ, মো. পারভেজ, মোহাম্মদ জহির, মোহাম্মদ কায়সার, মো. মানিক প্রমুখ।