সরকার হটাতে ‘রাজপথে নামার’ নতুন ঘোষণা বুধবার ঢাকার সমাবেশ থেকে আসবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল রোববার বিকালে সিলেটে আলীয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশে বিএনপি মহাসচিব একথা জানান। খবর বিডিনিউজের।
সরকার হটাতে ১০ দফা দাবিতে সমমনা দল ও জোটের সঙ্গে যুগপৎ আন্দোলন চালিয়ে আসা বিএনপির শীর্ষস্থানীয় নেতা ফখরুল গত কয়েকদিন থেকে এক দফা আন্দোলনে নামার ইঙ্গিত দিয়ে আসছিলেন। সিলেটের সমাবেশ থেকে সেই আন্দোলন কবে শুরু হবে সেটি ঘোষণার দিনক্ষণ জানালেন। সমাবেশে দেশে ‘গণতন্ত্র ফিরিয়ে’ আনার পাশাপাশি আটক খালেদা জিয়াকে মুক্ত করা, লন্ডনে থাকা তারেক রহমানকে ফিরিয়ে আনা এবং ‘৪০ লাখ মানুষের বিরুদ্ধে’ দায়ের করা মামলা প্রত্যাহারে আন্দোলনে নামার কথা বলেন।
মির্জা ফখরুলের অভিযোগ, ‘দুইটা নির্বাচন করেছে এর আগে। আর নির্বাচনটা কি? নির্বাচনটা হল একটা অস্ত্র। বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকার নির্বাচন ব্যবস্থাকে তাদের মতো করে ব্যবহার করার জন্য তারা নির্বাচনটা ব্যবহার করেন। আর বলবেন, নির্বাচন তো হবে। আওয়ামী লীগের আমলে না কি সবচেয়ে ভালো নির্বাচন হয়। আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় নাই, হয় না। তারা সুষ্ঠু নির্বাচন দিতে জানে না।’
তিনি বলেন, ‘বাংলাদেশকে আগের জায়গায় ফিরিয়ে নিতে হবে। সেজন্য আমাদের নেতা তারেক রহমান বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। কোন বাংলাদেশ? যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে, মানুষের সার্বভৌমত্ব থাকবে, কাজ করে আয় করার ব্যবস্থা থাকবে, মানুষ সহজভাবে জীবনযাপন করতে পারবে।’ এ অবস্থার পরিবর্তন করতে এবং গণতন্ত্রকে ফিরিয়ে আনতে সবাইকে রাজপথে নামার আাহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাজপথে এর ফয়সালা করতে হবে।’