আওয়ামী লীগ অনুপস্থিত, নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে : ডা. তাহের

| মঙ্গলবার , ৩০ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।

তিনি বলেন, এমনটি আর কখনো ঘটেনি। সুতরাং বলা যায়, একদিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা রাইটিস্ট এবং ’২৪এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, তারা সবাই ঐক্যবদ্ধ। খবর বাংলানিউজের। গতকাল সোমবার কুমিল্লা১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

পূর্ববর্তী নিবন্ধঘরের অন্দরে দূষণ : নীরবে বড় বিপদ প্রতিদিন
পরবর্তী নিবন্ধস্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়টি গুজব: খলিলুর রহমান