‘এক দিকে দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ’ মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত। এই নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে।
তিনি বলেন, এমনটি আর কখনো ঘটেনি। সুতরাং বলা যায়, একদিকে কতিপয় মানুষ ও দুয়েকটি দল, অপরদিকে সারা বাংলাদেশ। একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যারা রাইটিস্ট এবং ’২৪–এর জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে, তারা সবাই ঐক্যবদ্ধ। খবর বাংলানিউজের। গতকাল সোমবার কুমিল্লা–১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।












