আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার

পটিয়া রাঙ্গুনিয়া মীরসরাই ও খাগড়াছড়ি

আজাদী ডেস্ক | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৬:১২ পূর্বাহ্ণ

পটিয়া, রাঙ্গুনিয়া, মীরসরাই ও খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পটিয়া প্রতিনিধি জানান, পটিয়ায় আওয়ামী লীগ ও কৃষক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ও রোববার দুপুরে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেনবড়লিয়া ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আব্বাস খাঁন (৩২) এবং আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তী (৬২)। পুলিশ জানায়, রোববার দুপুরে পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের কালারপোল এলাকা থেকে নুরুল আব্বাস খাঁনকে গ্রেপ্তার করা হয়। তিনি বড়লিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত বাদশা মিয়ার ছেলে। এর আগে শনিবার রাতে পুলিশের বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ২ চলাকালে কেলিশহর এলাকা থেকে আওয়ামী লীগ নেতা রতন চক্রবর্তীকে গ্রেপ্তার করা হয়। তিনি কেলিশহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। তিনি পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুৎসু যশ চাকমা জানান, নুরুল আব্বাস খাঁনকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় এবং রতন চক্রবর্তীকে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান তালুকদার (৫৯) গ্রেফতার হয়েছেন। একই অভিযানে লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালামকেও (৬০) গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ। এর সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন।

মীরসরাই প্রতিনিধি মীরসরাইয়ে ডেভিল হান্ট২ অভিযানে নুরুল আলম (৫৪) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার হাইতকান্দি ইউনিয়নের বাপনাপুকুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুরুল আলম হাইতকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উত্তর হাইতকান্দি এলাকার বায়েজিদ মিয়ার ছেলে। মীরসরাই থানার অফিসার ইনচার্জ ( ওসি) ফরিদা ইয়াসমিন জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে নুরুল আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি জানান, খাগড়াছড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রূপন কান্তি বড়ুয়াকে (৬২) আটক করেছে পুলিশ। শনিবার রাতে শাপলা চত্বরে খাগড়াছড়ি সদর থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করে।

আটককৃত রূপন কান্তি বড়ুয়া জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক। তিনি সদরের শান্তিনগর (কলোনী পাড়া) এলাকার মৃত ফরিন্দ্র লাল ত্রিপুরা, মাতা: মৃত পিঙ্গলা বালা বড়ুয়া’র ছেলে।

পূর্ববর্তী নিবন্ধকৃষি জমির টপসয়েল যাচ্ছে ইটভাটায়, লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধতারেক রহমানের ফ্লাইট থেকে দুই ক্রুকে অপসারণ