চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, আমৃত্যু বিপ্লবী ও ত্যাগী জননেতা কাজী ইনামুল হক দানু আওয়ামী লীগের দুঃসময়ের অকুতোভয় কাণ্ডারি। কোন নির্যাতন নিপীড়নে তিনি পরাভব মানেননি। তিনি আত্মকেন্দ্রিক বৈষয়িক চাওয়া-পাওয়া থেকে মুক্ত ছিলেন। তাঁর মত পরার্থপর এবং দল ও আদর্শের প্রতি নিবেদিত নেতারাই দল ও জাতির সম্পদ। গতকাল বৃহস্পতিবার মরহুমের চট্টেশ্বরী রোডে বায়তুশ সালাত জামে মসজিদস্থ কবরস্থানের সম্মুখে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে দেশ ও জাতির স্বার্থ ও অস্তিত্ব রক্ষার জন্যই ক্ষমতায় থাকতে হবে। তাই আমাদের ঐক্যবদ্ধ শক্তির কোন বিকল্প নেই। এই ঐক্যই জননেত্রী শেখ হাসিনার শক্তির উৎস।
স্মরণ সভায় সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, কাজী ইনামুল হক দানু স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী সময়ে সামরিক শাসক ও স্বৈরাচার অপশক্তির আতঙ্ক হয়ে ওঠেন এবং বার বার অকথ্য নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়েও আমৃত্যু আদর্শের প্রতি অবিচল ও আপসহীন ছিলেন। মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন নঈম উদ্দিন চৌধুরী, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, এ.টি.এম. পেয়ারুল ইসলাম, নোমান আল মাহমুদ, শামীমা হারুন লুবনা, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আফরোজা কালাম, শহীদুল আলম, বখতেয়ার উদ্দিন খান, শাহাবউদ্দিন আহমদ, আবুল হাসেম বাবুল, নুর মোস্তফা টিনু, এড. শাহেদুল আজম শাকিল, কাজী রাজেশ ইমরান। সভামঞ্চে উপস্থিত ছিলেন, খোরশেদ আলম সুজন, শফিক আদনান, সৈয়দ হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, মোহাম্মদ হোসেন, হাজী জহুর আহমেদ, ইঞ্জিনিয়ার মানস রক্ষিত, আবু তাহের, সৈয়দ আমিনুল হক, ইঞ্জিনিয়ার বিজয় কৃষাণ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, আব্দুল লতিফ টিপু, অমল মিত্র, নেছার উদ্দীন মঞ্জু, মো. জাবেদ, হাজী বেলাল আহমদসহ ওয়ার্ড, থানা আওয়ামী লীগের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে মরহুমের কবরের পাশে মসজিদে খতমে কোরআন, মিলাদ অনুষ্ঠিত ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগ : বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুমের কবর জিয়ারত করেন এবং কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, প্রদীপ কুমার দাশ, মোসলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, বোরহান উদ্দিন এমরান, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, আবুল কালাম আজাদ, রাশেদ মনোয়ার, আতিকুর রহমান চৌধুরী, সুরেশ দাশ, সামশুল ইসলাম, শাহাদাত নবী খোকা, ফরহাদুল ইসলাম, সেলিম উদ্দিন প্রমুখ।
অবিনাশী-৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতার সন্তান পরিষদ : বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অবিনাশী-৭১ মুক্তিযুদ্ধ ও প্রয়াত নেতার সন্তান পরিষদের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। গতকাল চকবাজার জয়নগর জামে মসজিদ সংলগ্ন মরহুমের কবরে পরিষদ নেতৃবৃন্দ এই পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মেহরাজ তাহসিন শফি, সভাপতি সাইফুদ্দিন খালেদ বাহার সহ সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্যবৃন্দ।
স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা : বীর মুক্তিযোদ্ধা কাজী এনামুল হক দানুর ৯ম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, সহ-সভাপতি দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, আজাদ খান অভি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, আব্দুল্লাহ আল মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ।