আওয়ামী লীগের মধ্যে এখন রুচির দুর্ভিক্ষ বিরাজ করছে

জাতীয়তাবাদী মোটর চালকদলের আলোচনা সভায় নোমান

| বৃহস্পতিবার , ১৩ এপ্রিল, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার জাতীয় সংসদকে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছে। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাজনীতির চেয়ে তাঁদের কাছে এখন রাষ্ট্রীয় ক্ষমতা, দুর্নীতি ও ভোগ বিলাস মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী লীগের মধ্যে এখন রুচির দুর্ভিক্ষ বিরাজ করছে, যার কারণে তাঁরা একদিকে মানুষের ভোটাধিকার হরণ করেছে অন্যদিকে দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী, যাত্রাশিল্পী, আমলা ও দলছুট রাজনীতিকদের ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য করে জাতীয় সংসদকে কলঙ্কিত করেছে।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ১০ দফা দাবিতে মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের উদ্যোগে গতকাল বুধবার পাহড়াতলী সাগরিকা স্কয়ার কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মহানগর জাতীয়তাবাদী মোটর চালকদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, মোটর চালকদলের কেন্দ্রীয় সভাপতি সেলিম রেজা বাবু, সাধারণ সম্পাদক শীপন বকাউল। বক্তব্য দেন, শামসুল আলম, শ ম জামাল, আহমেদুল আলম রাসেল, গাজী সিরাজ, মোশারফ হোসেন দীপ্তি, জসীম উদ্দিন জিয়া, মোহাম্মদ সাইফুল, শফিউল্লাহ, খাজা আলাউদ্দিন, আলী হায়দার, নুর উদ্দিন মুন্না প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআজ শহীদ নূতন চন্দ্র সিংহের ৫২তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধডা. জাফরুল্লাহ চৌধুরীর ইন্তেকালে রাউজানে শোকের ছায়া