আওয়ামী লীগের কাউন্সিলে চট্টগ্রামের ৫ নেতা বহাল

আজাদী অনলাইন | শনিবার , ২৪ ডিসেম্বর, ২০২২ at ৬:১৫ অপরাহ্ণ

আওয়ামী লীগের ২২তম কাউন্সিলে চট্টগ্রামের ৫ নেতাকে স্বপদে বহাল রেখেছে কাউন্সিল। শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সারা দেশের কাউন্সিলরদের অনুমতি নিয়ে সভাপতি শেখ হাসিনা এসব নাম ঘোষণা করেন।

চট্টগ্রাম থেকে প্রেসিডিয়াম সদস্য পদে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ড. হাছান মাহমুদ এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিনকে পদোন্নতি দিয়ে ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক করা হয়েছে। এছাড়া ধর্ম বিষয়ক পদে কক্সবাজারের সিরাজুল ইসলাম মোস্তাফাকেও স্বপদে বহাল রাখা হয়েছে।

একই সময়ে উপদেষ্টা পরিষদে প্রফেসর ড. অনুপম সেন ও ড. প্রণব কুমার বড়ুয়াকে বহাল রাখা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদশমবারের মতো সভাপতি শেখ হাসিনা, সম্পাদক ওবায়দুল কাদেরের হ্যাট্রিক
পরবর্তী নিবন্ধ১০ দফা দাবিতে বান্দরবান বিএনপির গণ মিছিল