চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে উত্তর পাহাড়তলী ৯নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী জহুরুল ইসলাম জসিমকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় তার সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বাংলানিউজ
আজ বুধবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উত্তর পাহাড়তলীর বিশ্ব ব্যাংক কলোনিতে এ ঘটনা ঘটে। বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত সংঘর্ষ চলছিল।