চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক জাফর আহমেদের শোকসভা চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম।
তিনি বলেন, স্কুল জীবনে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে ছাত্রলীগে যোগদান করেন জাফর আহমেদ। নির্লোভ, নিরহংকার, ত্যাগী আওয়ামী রাজনীতির শুদ্ধ পুরুষ হিসেবে খ্যাত। মহানগর ছাত্রলীগ সভাপতি ও চট্টগ্রাম কলেজ ছাত্র সংসদের ভিপি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে। চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক রাষ্টদূৎ এস এম আবুল কালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নঈম উদ্দিন চৌধুরী, শফর আলী, জামশেদুল আলম চৌধুরী, সাঈফুদ্দিন আহমেদ রবি, শাহজাদা মহিউদ্দিন, মঞ্জুরুল আলম চৌধুরী, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, আইয়ুব বাবুল, পারুয়া আকতার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।