আওসাফের সেঞ্চুরিতে শুভ সূচনা চট্টগ্রামের

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৪৪ পূর্বাহ্ণ

দেশের বিশাল ক্রিকেট পরিবারের সন্তান আওসাফ খান। চাচা আকরাম খান, চাচাতো ভাই তামিমনাফিজ। বাবা মরহুম আকবর খানও ছিলেন দুর্দান্ত ক্রিকেটার। যে পরিবারের আগা থেকে গোড়া সবাই ক্রিকেটার সে পরিবারের সন্তান হিসেবে আওসাফ খান ক্রিকেটার হবে তেমনইতো কথা। হয়েছেও তাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব১৬ ক্রিকেট প্রতিযোগিতার আঞ্চলিক পর্বে দারুণ সূচনা করেছে আওসাফ খানের ব্যাটে চড়ে। দুর্দান্ত এক সেঞ্চুরি করেছে এই কিশোর। চাঁদপুরে অনুষ্ঠিত প্রতিযোগিতার নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলা দল ৪৮ রানে হারিয়েছে লক্ষীপুর জেলা দলকে। সকালে টসে জিতে ব্যাট করতে নামা চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব১৬ ক্রিকেট দল উদ্বোধনী জুটিতে ৫৪ রান যোগ করে। আবদুল্লাহ আল মাহমুদ ফিরে ১২ রান করে। এরপর আওসাফ একাই টেনেছে দলকে। অপরপ্রান্তে বাকি কেউই বড় স্কোর গড়তে পারেনি। শেষ পর্যন্ত নিজের সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। তার সেঞ্চুরির উপর ভর করে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান করে চট্টগ্রাম জেলা দল। ইনিংসের সূচনা করতে নামা আওসাফ ১৫০ বলে ১৫টি চার এবং একটি ছক্কার সাহায্যে ১২৫ রান করে অপরাজিত থাকে।

দলের পক্ষে অন্যান্যের মধ্যে ওয়াহিদ মুরাদ ২৮, জুনায়েদ ২৭ এবং মিনহাজুল হক করে ১০ রান। লক্ষীপুর জেলা দলের পক্ষে ৩টি উইকেট নিয়েছে ওয়াদিুননবী। ২টি উইকেট নিয়েছে তানিম। জবাবে ব্যাট করতে নামা লক্ষীপুর জেলা দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে শাহাদাত হোসেন।

এছাড়া মেহেদী হাসান ২৭, রিধান চৌধুরী ১২, আদনান সামি ১২, মাহমুদুননবী ২৫, হাসান মাহমুদ ২৬ এবং আবিদ করে ১৬ রান। চট্টগ্রাম জেলা দলের পক্ষে ২টি করে উইকেট নিয়েছে রাশেদ আবদুল্লাহ, রানা এবং মিনহাজুল হক। একটি করে উইকেট নিয়েছে আফনান এবং আজমাইন।

পূর্ববর্তী নিবন্ধএম এ আজিজ স্টেডিয়ামে এবার খুদে কারাতে খেলোয়াড়দের মানববন্ধন
পরবর্তী নিবন্ধবান্দরবানে একযুগ পর মঞ্চনাটক