কুমিল্লা বুড়িচং ঘিলাতলা দরবার শরীফের পীর আল্লাম পীরজাদা মুফতি বাকীবিল্লাহ আল আযহারী আল মাইজভান্ডারি (ম.জি.আ) বলেছেন, বর্তমানে বাংলাদেশ তথা সারা দুনিয়া একটি কঠিন ও অস্থির সময় অতিক্রম করছে। আকাশ সংস্কৃতির কারণে দেশের যুব সমাজ আল্লাহর পথ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এ থেকে মুক্তির পথ একটাই। আর তা হলো রাসুল (সা) ও আওলিয়া কেরামদের দেখানো সুন্দর ও সত্যের পথে এগিয়ে যাওয়া। বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির (ক.) ৯৭তম খোশরোজ উপলক্ষে সোমবার স্থানীয় হাসান সরকারি প্রাইমারি স্কুল মাঠে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, এককিলোমিটার বাদশা মিয়া ঘাটা শাখা আয়োজিত গাউছুল আজম মাইজভান্ডারি কনফারেন্সে এমন কথা বলেন তিনি। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, কেন্দ্রিয় পরিষদ সভাপতি মো. রেজাউল আলী জসীম চৌধুরী। মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, এককিলোমিটার বাদশা মিয়া ঘাটা শাখার সভাপতি মো. আব্দির রাজ্জাকের সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন চট্টগ্রাম–৯ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মো. আবু সুফিয়ান। বিশেষ অতিথি ছিলেন মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ সদস্য মো. আশরাফুজ্জামান আশরাফ, মো. দিদারুল আলম, পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিল মো. হাসান লিটন এবং চট্টগ্রাম মহানগর বিএনপির কর্ম বিষয় সম্পাদক সাইদুল ইসলাম। ওয়াজে অংশ নেন মাওলানা সাহাব উদ্দীন মাইজভান্ডারি ও মাওলানা বোরহান উদ্দীন আল কাদেরী। প্রেস বিজ্ঞপ্তি।












