আওলিয়ায়ে কেরামের আদর্শ পারে ছাত্র-যুবসমাজকে মুক্তি দিতে

ধলইয়ে মাহফিলে বক্তারা

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:৩৪ অপরাহ্ণ

ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে আওলিয়া কেরামের পথ অনুসরণ করতে হবে। এর মধ্যে প্রকৃতপক্ষে যুবসমাজ মুক্তি পেতে পারে। নৈতিকতা চর্চার বিকল্প নেই। মানবজীবনের অন্যতম মহৎগুণ হচ্ছে রাসুল (দ.)’র প্রতি ভালবাসা। এ গুণ অর্জনের চেষ্টা ও অনুশীলন ছাত্র-যুবসমাজকে মর্যাদা ও গৌরবের শ্রেষ্ঠতম স্থানে পৌছে দিতে পারে। প্রকৃত আউলিয়াকেরাম ও হক্কানী পীর মাশায়েখগণই সেই পথেই আজীবন কাজ করে থাকেন। গত ১৭ মার্চ হাটহাজারীর ধলই মাইজপাড়া ওরশ উদযাপন কমিটির আয়োজনে মাইজপাড়া শাহী জামে মসজিদ ময়দানে আজিমুশ্‌শান মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন। বাকলিয়া থানার ওসি (তদন্ত) মুহাম্মদ মঈন উদ্দিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন মুহাম্মদ সেলিম। উদ্বোধনী বক্তব্য দেন, লায়ন মুহাম্মদ ওমর ফারুক। প্রধান অতিথি ছিলেন সাজ্জাদানশীন মুফতি বাকী বিল্লাহ্‌ আল আজহারী। আলোচনায় অংশ নেন, খতিব মাওলানা রাশেদুল ইসলাম, খতিব মাওলানা হাফেজ আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নুরুল আলম ভাণ্ডারী, আবুল হাশেম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ সেলিম, খোরশেদুল আনোয়ার চৌধুরী, এইচ এম জসিম উদ্দিন জিকু, আবুল মনছুর, এইচ এম আলী আবরাহা দুলাল। শেষে মুসলিম উম্মাহ্‌র মঙ্গল কামনায় আখেরী মোনাজাত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগুমানমর্দন পেস্কারহাট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন
পরবর্তী নিবন্ধইমাম হোসাইনের আদর্শ অনুসরণ করতে হবে