মুঘল সম্রাট আওরঙ্গজেব ও মহিশুরের শাসক টিপু সুলতানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট ঘিরে ভারতের একটি শহরে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ওই বিতর্কিত পোস্টগুলোকে কেন্দ্র করে মহারাষ্ট্রের কোলহাপুরে কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী বুধবার ব্যাপক প্রতিবাদ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ওই পোস্টগুলোতে এই দুই শাসককে মহিমান্বিত করা হয়েছে বলে অভিযোগ ওই গোষ্ঠীগুলোর। এর প্রতিবাদে তারা হরতালের ডাক দিয়েছে। যারা এসব পোস্ট করেছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। প্রতিবাদকারীরা এক পর্যায়ে কোলহাপুরের ছত্রপতি শিবাজি মহারাজ চকের কিছু দোকানপাট হামলা চালায়, পাশাপাশি গাড়ি ভাঙচুর করলে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবর। কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি পেটা করে। শহরের অন্য কয়েকটি এলাকায় দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে বলেও খবর পাওয়া গেছে। খবর বিডিনিউজের।
কোলহাপুর পুলিশের এসপি মাহেন্দ্র পন্ডিত বলেছেন, কিছু সংগঠন কোলহাপুরে বনধ ডেকেছিল। এসব সংগঠনের সদস্যরা আজ (বুধবার) শিবাজি চকে জড়ো হয়েছিল। কিছু লোক পুলিশের দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করতে, এতে পুলিশ শক্তি প্রয়োগ করে তাদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন, তিনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন। জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাজ্যটির উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিস, যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বেও আছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য কোলহাপুর শহরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।