আওয়ামী লীগ বাঙালি জাতির আত্মবিশ্বাসের মূল চালিকা শক্তি

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় বক্তারা

আজাদী ডেস্ক | সোমবার , ২৪ জুন, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালি জাতির আত্মবিশ্বাসের মূল চালিকা শক্তি। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেন, আওয়ামী লীগ তার জন্মলগ্ন হতে অধিকার আদায়ের প্রশ্নে আপোষহীন। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ ও এড. জহির উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহসভাপতি এড: মুজিবুল হক, এড: জসিম উদ্দিন আহমদ খান, শামীমা হারুন লুবনা এমপি, মোসলেহ উদ্দিন মনসুর, খালেদা আক্তার চৌধুরী, খোরশেদ আলম, আ ম ম টিপু সুলতান চৌধূরী, নুরুল হাকিম, নুরুল আবছার চৌধুরী, এড: আবদুর রশিদ, বোরহান উদ্দিন এমরান, আবদুল কাদের সুজন, বিজয় কুমার বড়ুয়া, মো: ফারুক, মো: জসীম উদ্দিন প্রমুখ।

উত্তর জেলা আওয়ামী লীগ : চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বাঙালির স্বাধিকার ও স্বাধীনতার সকল অর্জন অর্জিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রও সৃষ্টি হতোনা। সংগঠনের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার সূচনালগ্নে গতকাল দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য দানকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, বাংলাদেশ ও বাংলাদেশ আওয়ামী লীগ এক এবং অভিন্ন সত্তা। সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন সহ সভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতি, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, নজরুল ইসলাম তালুকদার, মো. মহিউদ্দিন, আলাউদ্দিন সাবেরী, নাজিম উদ্দিন তালুকদার, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, ব্যারিষ্টার প্রিয়াংকা আহসান, আ স ম ইয়াছিন মাহমুদ, সরোয়ার হাসান জামিল, ফোরকান উদ্দিন আহমেদ, সেলিম উদ্দিন, ইদ্রিচ, গোলাম রব্বানী, মহিউদ্দিন মঞ্জু, সাহেদ সরোয়ার শামীম।

স্বাধীনতা চিকিৎসক পরিষদ : স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) চট্টগ্রাম জেলা ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) শাখার যৌথ উদ্যোগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বাচিপ জেলা ও চমেক শাখার নেতারা। এ সময় উপস্থিত ছিলেন স্বাচিপ জেলা সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী, সহ সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম মাওলা, সহসভাপতি অধ্যাপক ডা. আ ম ম মিনহাজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. আরিফুল আমীন, চমেক শাখার সভাপতি ডা. রবিউল করিম, সাধারণ সম্পাদক ডা. রিজোয়ান রেহান। এছাড়া কেন্দ্রীয় স্বাচিপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক ডা. বিদ্যুৎ বডুয়া। আরো উপস্থিত ছিলেন চমেক উপাধ্যক্ষ অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম, চমেক শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. মনোয়ারুল হক শামীম, অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী, অধ্যাপক ডা. সুভাষ মজুমদার, ডা. দিদারুল আলম, ডা. আশীষ দে, অধ্যাপক ডা. নুরুল হুদা, অধ্যাপক ডা. সরোজ কান্তি, অধ্যাপক ডা. হারুনুর রশিদ, অধ্যাপক ডা. গোলাম রব্বানি, ডা সত্যজিৎ, ডা জাহেদ, ডা. শাহেদ, ডা. শাহীন, অধ্যাপক ডা. খুরশিদ আলম সরোয়ার, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অজয় দাস, চমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. দেব প্রসাদ চক্রবর্তী, ডা. সাগর চৌধুরী প্রমুখ। পরবর্তীতে সাবেক মেয়র চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী, জহুর আহমেদ চৌধুরী, এম এ মান্নান ও ডা. আফসারুল আমীন এর কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত করেন স্বাচিপ নেতারা।

মীরসরাই আওয়ামী লীগ : মীরসরাই প্রতিনিধি জানান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয় গতকাল। সকাল সাড়ে ১০টায় শুরুতে জাতীয় পতাকা ও দলের পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন এর পর বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবুল হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি মাহবুব উর রহমান রুহেল। সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, ভিপি নিজাম উদ্দিন, মেয়র গিয়াস উদ্দিন, চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম, চেয়ারম্যান কবির নিজামী, এরাদুল হক ভূট্রো, তানভীর হোসেন তপু, মাঈনুর ইসলাম রানা, মাসুদ করিম রানা প্রমুখ।

দক্ষিণ জেলা যুবলীগ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উদযাপন উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় পটিয়া মনসা বাদামতল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি অফিসে গিয়ে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল আলম। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহসভাপতি মর্তুজা কামাল চৌধুরী, তৌহিদুল আলম, মাঈনুদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক শফিউল আজম শেফু, মুরিদুল আলম মুরাদ, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন মিঠু, আবিদ হোসেন, নুরুল আমিন, রাজু দাশ হিরো, কুতুব উদ্দিন শাহ ইমন, আবদুল হান্নান লিটন, হাসান উল্লাহ চৌধুরী, নাজিম উদ্দিন ভূইয়া, জহির উদ্দিন, ..ম ইদ্রিস, ওসমান আলি, মোঃ হারেস চৌধুরী, আবদুল হান্নান ফারুক, আবদুল মান্নান রানা, সায়েম কবির প্রমুখ।

উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ গতকাল দলীয় কার্যালয়ে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। দলের সিনিয়র সহ সভাপতি সৈয়দা রিফাত আকতার নিশুর সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি রোমানা নাসরিন, রওশন আরা, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানা শারমিন, জাহানারা নাজনীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুসরাত জাহান, সেলিনা আক্তার, এডভোকেট ইলা চক্রবর্তী, পারভীন আকতার, নারগিস আক্তার, লিপি দেওয়ানজি, ফৌজিয়া খানম মিনা, দেলোয়ারা বেগম প্রমুখ।

মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগর : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আনন্দ র‌্যালি উদযাপন করা হয়েছে। র‌্যালিতে নেতৃত্ব দেন মৎস্যজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সভাপতি আমিনুল হক (বাবুল সরকার)। র‌্যালিতে অংশ নেন মৎসজীবী লীগ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক এম এ মোতালেব তালূকদার, সহসভাপতি কাউসারুজ্জামান, একেএম ফজলুল হক, টুটুল ভট্টাচার্য্য, সেলিম উল্লাহ, হাফেজ ইসমাইল, শাহেদ হায়দার খান, আনসার হোসাইন, প্রবীর দাশ, মো. জসিম, আবুশ বশর, নুরুল আমিন, জয়নাল আবেদীন, সাইফুদ্দিন রাসেল, সেলিম উদ্দিন সেকু, আবদুর শুক্কুর, মোহাম্মদ ফারুক, মোস্তফা, আব্দুল মোনাফ, আব্দুর নুর টিপু ও মো. ইউসুফ প্রমুখ।

৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ৪২নং নাসিরাবাদ ওয়ার্ড আ.লীগ। এ উপলক্ষে আ.লীগ নেতা মো. আলী আকবরের নেতৃত্বে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বেবিসুপার মার্কেট থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন, এ কে এম জাফরুল্লাহ চৌধুরী, মাবুদ সওঃ, মো. হারুন, নটরাজ গুপ্ত, মো. শাহাবুদ্দিন, মোহাম্মদ বেলাল, আবু তাহের, মোহাম্মদ ছগির, মোহাম্মদ সিরাজ, মো. শাহেদ, মো. সুমন, সুমন নাগ, মো. মানিক, মোহাম্মদ দুলাল, মোহাম্মদ আমির, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ সেরু প্রমুখ।

৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ : আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা গতকাল কাটগড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আ.লীগ নেতা হাজী নুর আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী (আজাদ), মো: শামসুদ্দিন, আলী আকবর চৌধুরী, জাফর আহমেদ, সাদেকুর রহমান, মিজানুর রহমান, ছাবের আহমদ, ওয়ার্ড যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সালাউদ্দিন, জসীম উদ্দীন, আব্দুল কুদ্দুস মাখন, জসীম উদ্দিন জয়, সায়মন, সুমন, বাপ্পী, রানা, রশ্মি।

পূর্ববর্তী নিবন্ধআবেদনের ২৪ ঘণ্টার মধ্যেই মিলবে ওমরাহ ভিসা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে আন্তঃস্কুল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন