আওয়ামী লীগ পালিয়ে ভারতে, বিএনপির সে জায়গাও নেই : ইনকিলাব মঞ্চ

| মঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০২ পূর্বাহ্ণ

ক্ষমতায় যেতে বিএনপিকে ভারত ও ‘শাহবাগীদের’ সঙ্গে হাত না মেলানোর ‘অনুরোধ’ জানিয়েছে ইনকিলাব মঞ্চ নামের একটি সংগঠন। গতকাল সোমবার ঢাবিতে এক সংবাদ সম্মেলনে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী বলেন, বিএনপি যেন ভারতের সঙ্গে হাত মিলিয়ে দেশের ক্ষমতায় বসার স্বপ্ন না দেখে। আওয়ামী লীগ তো পালিয়ে ভারতে গেছে, বিএনপির কিন্তু সে জায়গাও নেই। আপনাদের কাছে অনুরোধ, শাহবাগীদের সঙ্গে হাত মিলিয়ে জনগণের বিপক্ষে দাঁড়াবেন না।

জনগণের চরম নিরাপত্তাহীনতা তৈরি করে জুলাইয়ের বাংলাদেশকে অকার্যকর করার ষড়যন্ত্রের প্রতিবাদে মধুর ক্যান্টিনের সামনে এ সংবাদ সম্মেলন ডাকে সংগঠনটি, যেখানে ‘অযোগ্যতার’ অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও তোলা হয়। খবর বিডিনিউজের। হাদী বলেন, আমরা কিছুদিন আগেও লাল চুড়ি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে যেতে চেয়েছিলাম। আমরা জানি না ঠিক কী করলে তিনি পদত্যাগ করবেন। উনি অযোগ্য লোক। এই পদে বসে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের সাহস কিংবা সক্ষমতাকিছুই তার নাই। হাদী বলেন, এখনো খুনি আওয়ামী লীগের মন্ত্রীরা যেন আদালতে পিকনিক করতে আসেন, তারা হাসে, খেলে। অন্যদিকে যারা অভ্যুত্থান করেছে, তারা ভয়ে আছে। এর দায় কেবল স্বরাষ্ট্র উপদেষ্টার নয়, প্রত্যেক উপদেষ্টার।

পূর্ববর্তী নিবন্ধডা. ফজলুল-হাজেরা ডিগ্রি কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে আ. লীগ নেতাকে ধরে পুলিশ দিল বিএনপি নেতাকর্মীরা