আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার রিমান্ডে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৬:৩৬ পূর্বাহ্ণ

নগরীর টাইগার পাসের নেভি কনভেনশন থেকে গ্রেপ্তার উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পদক ফখরুল আনোয়ারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে নগরীর কোতোয়ালী থানা পুলিশ একটি মামলায় ফখরুল আনোয়ারের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকশিনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

গত শনিবার রাতে নেভি কনভেনশন থেকে ফখরুল আনোয়ারকে গ্রেপ্তার করে পুলিশ। ফখরুল আনোয়ার ফটিকছড়ির সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনির চাচা।

পূর্ববর্তী নিবন্ধরেয়াজুদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি ছালামত আলী গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআ. লীগের লিফলেট বিতরণ করলেই গ্রেপ্তার : প্রেস সচিব