রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধকরণ ও গণহত্যাকারীদের বিচার দাবিতে শুক্রবার (৯ মে) বাদে আসরের নামাজের পর
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি বাঁশখালী সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি চাম্বল বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে বাঁশখালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখেরখীল রাস্তার মাথা হয়ে বিক্ষোভ মিছিলটি পুনরায় চাম্বল কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এসে এক পথসভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে গণহত্যাকারীদের বিচার ও রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করেন।
এ সময় বক্তারা আরো বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে আওয়ামী লীগের মাত্র ৬% নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন এখনো ৯৪ পার্সেন্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে অবস্থান করছে। এসব আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে থেকে বিভিন্ন উস্কানিমূলক কাজ করে যাচ্ছেন। এজন্য অবিলম্বে আওয়ামী লীগের এসব নেতাকর্মীদের পালাতে সহযোগিতা না করে আটকের দাবি করেন বক্তারা।