জুলাই আন্দোলনে গণহত্যা চালানোর দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিচার এবং ‘সন্ত্রাসী সংগঠন’ দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রাম নগরেও বিক্ষোভ চলমান রয়েছে। এতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই গণঅভ্যূত্থানে অংশ নেওয়া অন্যান্য দল অংশগ্রহণ করে। গতকাল শুক্রবার বিকাল ৫টা থেকে চট্টগ্রাম নগরের ষোলোশহরে বিক্ষোভ করেন ছাত্র–জনতা। সন্ধ্যার পর নগরের দুই নম্বর গেইটে অস্থায়ী মঞ্চ বানিয়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে তারা নগরের কয়েকটি জায়গায় বিক্ষোভ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা নগরের নিউমার্কেট, চকবাজার গোলজার মোড়, ষোলশহর এলাকায় জড়ো হন।
বিক্ষোভকারীরা বলেন, অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। কিন্তু তারা এখনও সেটা করতে পারেনি। তাই দাবি আদায়ে আবারও আমাদের রাস্তায় নামতে হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা আরও বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী দল। তারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে ধ্বংস করছে। তাদের দুঃশাসনের সময় দেশের মানুষ অতিষ্ঠ ছিল। তাই আমরা তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। অবিলম্বে আওয়ামী লীগ এবং সহযোগী অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সংশ্লিষ্টরা জানান, এ কর্মসূচিতে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ, জাতীয় নাগরিক পার্টি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলামী, কওমী মাদরাসার শিক্ষার্থী, ইসলামী ছাত্রশিবির, ইনকিলাব মঞ্চ এবং অন্যান্য ছাত্র ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা।
গতকাল রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নিজাম উদ্দিন আজাদীকে বলেন, আমাদের দাবি একটাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা সড়ক থেকে যাব না। এক দফা দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে।
জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন নেতাকর্মীরা। সেখানে হাসনাতের সঙ্গে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মীরা যোগ দেন। সেই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন হচ্ছে।