আওয়ামী লীগ দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের ঠিকানা

প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় মোতালেব এমপি

| বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১০:৩৯ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের ৭৫ তম প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ও আলোচনা সভা বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। সভাপতি আব্দুল আজিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আহিল সিরাজের সঞ্চালনায় বর্ণাঢ্য আয়োজনে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শফর আলী, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের কার্যকরী সদস্য আব্দুল লতিফ টিপু, সাবেক সভাপতি প্যানেল মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সহসভাপতি এড. সাজ্জাদুর রহমান, শাহজাহান রতন, উম্মে হাবিবা আঁখি, আব্দুল জলিল, রেল শ্রমীক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান মনসুর, ওয়ার্ড যুগ্ম সম্পাদক শিশির দে, চকবাজার থানা আওয়ামী লীগ সম্পাদক আমিনুল ইসলাম আবু ফয়সাল চৌধুরী, সম্পাদকমন্ডলীর নুরুল আবছার, জয়নাল আবেদীন জয়, বশির আহমদ আব্দুল হান্নান, ইউনিট সভাপতি মোঃ শাহজাহান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সানজিদা খানম, ওয়ার্ড যুবলীগ আহবায়ক ইকবাল হোসেন জনি, চকবাজার থানা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মাহতাব উদ্দিন সজিব, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ মনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল। উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ ইউনিট আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ,যুবলীগ স্বেচ্ছাসেবক, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

চসিক শ্রমিক সংস্থা : চট্টগ্রাম সিটি কর্পোরেশন শ্রমিক সংস্থার উদ্যোগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে গত ২৩ জুন উদযাপিত হয়। নগরীর টাইগারপাস নগর ভবনে চসিকে কর্মরত সর্বস্তরের শ্রমিক কর্মচারী শোভাযাত্রা বের করে। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গিয়ে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন। পরে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি সাবেক ছাত্রনেতা মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক যুবনেতা মো. আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সভায় বক্তব্য রাখেন সহসভাপতি ইয়াসিন সোহেল, সাজু মহাজন, ফয়েছুল আজাদ, ইরফানুল হক, জাহিদুল ইসলাম জোমাদ্দার, মিশকাতুল ইসলাম, মিজানুর রহমান, রাজু তালুকদার, আব্দুল মতিন, সানোয়ারা বেগম, শহীদ ফারুক, কার্তিক দাস জগন্নাথ, ঝর্ণা, অর্পণ চাকমা, তৌহিদ ফারুক প্রমুখ। সভায় বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের ঐতিহ্য ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শ্রমিকদের কল্যাণে চতুর্থ অধ্যায় দৃশ্যমান বাস্তবায়নের আহ্বান জানান।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সাইফুদ্দীন সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এম এ মোতালেব।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মোতালেব এমপি বলেন, আওয়ামী লীগের ইতিহাস উপমহাদেশের এক বর্ণাঢ্য রাজনৈতিক বিবর্তনের ইতিহাস। এক বিশাল জনগোষ্ঠীর স্বাধীকার থেকে স্বাধীনতায় সংগ্রামী উত্তরণের ইতিহাস। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা অর্জনের পথে নেতৃত্ব দিয়েছিল এবং এখনও উন্নয়নের পথে নিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতার জন্যে সংগ্রাম করে গেছেন এবং তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বিরামহীনভাবে উন্নয়নের জন্যে কাজ করে চলেছেন। বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে এটি জাতিধর্মবর্ণ নির্বিশেষে জনগণের এক বিকল্পহীন নির্ভরতার ক্ষেত্রে পরিণত হয়েছে। সভায় প্রধান বক্তা ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী। বক্তব্য রাখেন মাস্টার ফরিদুল আলম, অধ্যাপক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, এম হোসেন কবির, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, নজরুল ইসলাম শিকদার, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আব্দুর গফুর লালু, এনামুল হক, আব্দুল মান্নান প্রমুখ। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নুরুল আবচার চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সালাহউদ্দীন শাহরিয়ার, চেয়ারম্যান সেলিম উদ্দীন, চেয়ারম্যান নাসির উদ্দীন টিপু, আবুল কালাম আজাদ ডালু, নুর হোসেন, সাইফুল ইসলাম সুমন, নবাব মিয়া রকিব, মোহাম্মদ আলী প্রমুখ।

পাথরঘাটা ওয়ার্ড : ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীরের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে গণমিছিল পুরাতন ফিশারীঘাট থেকে বের হয়ে লালদিঘীর ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য তরনী সেন, রাধা বাঁশী দাশ, আলী আকবর বাবুল, নূর মোহাম্মদ, সুফি মাসুদ, ইসমাইল আজাদ, প্রবাল চৌধুরী মানু, অঞ্জন সিকদার, মো. লেদু, ওয়ার্ড আওয়ামী লীগ সংগঠক অধীর সরদার, বিপ্লব ঘোষ, পরিক্ষিত দাশ, রতন দাশ, মিন্টু দাশ, রিংকু দাশ, সুব্রত বিশ্বাস, ছাব্বির। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনিন্দিতা সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ার আমিলাইষে বৃক্ষরোপণ কর্মসূচি
পরবর্তী নিবন্ধভেঙে গেছে রেল ক্রসিংয়ের ব্যারিয়ার, দুর্ঘটনার শঙ্কা