আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলা সংগ্রাম, অহংকার ও গৌরবের

রাঙ্গুনিয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এম এ সালাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২৬ জুন, ২০২৪ at ১১:০২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম.. সালাম বলেছেন, এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এতো উন্নয়ন, . হাছান মাহমুদের নেতৃত্বে রাঙ্গুনিয়ায় এতো উন্নয়ন এসব কখনোই সম্ভব হতো না, যদি আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন না হতো। আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলা সংগ্রাম, অহংকার ও গৌরবের।

গত রোববার বিকালে রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, র‌্যালি ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর ড. সেকান্দর চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উত্তর জেলা আ. লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, স্বজন কুমার তালুকদার, মো. শাহজাহান সিকদার, নজরুল ইসলাম তালুকদার, ইদ্রিচ আজগর, বেদারুল আলম চৌধুরী বেদার, আকতার হোসেন খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন বাদশা, এমরুল করিম রাশেদ, সামশুদ্দোহা সিকদার আরজু, হালিম আবদুল্লাহ, মাহমুদুল হাসান বাদশা, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. আরিফুল ইসলাম চৌধুরী, আওয়ামী লীগ নেতা সাজ্জাতুল ইসলাম খোকন, বদিউজ্জামান বদি, জামাল উদ্দিন, উপজেলা কৃষকলীগের সভাপতি আবদুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি বিকে লিটন চৌধুরী, মৎস্যজীবী লীগের ইসকান্দর মিয়া তালুকদার, মহিলালীগের নীলুফার ইয়াসমিন, স্বেচ্ছাসেবকলীগের মো. দিদারুল আলম, যুব মহিলা লীগের সুমাইয়া তুন নূর বৃষ্টি, তাতী লীগের মোরশেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু প্রমুখ। এরআগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলা মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু সাংস্কৃতিক চর্চা শিশু-কিশোর প্রশিক্ষণ একাডেমীর নৃত্য উৎসব
পরবর্তী নিবন্ধফ্লাইট বাতিলে আবুধাবিতে বিমানের শিডিউল বিপর্যয়