আওয়ামী লীগের সাথে দেশের মানুষের আবেগ-ভালোবাসা ও অনুভূতি জড়িত

আজাদী প্রতিবেদন

আলোচনা সভায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন | শুক্রবার , ২৮ জুন, ২০২৪ at ৫:১৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ আওয়ামী লীগ প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু একই সত্তা এবং একই সূত্রে গাঁথা। এর একটাকে বাদ দিয়ে অন্যটা চিন্তা করার কোনো সুযোগ নেই। ইতিহাসে দেখা যায় অনেক রাজনৈতিক দলের জন্ম হয়েছিল আবার তা কালের করতলে হারিয়েও গেছে। কিন্তু ষড়যন্ত্রকারীদের বার বার চেষ্টার পরও আওয়ামী লীগকে ধ্বংস করা যায়নি। জনগণের ভালোবাসা নিয়েই আওয়ামী লীগ ৭৫ বছর ধরে টিকে আছে এবং টিকে থাকবে। এক কথায় বলতে গেলে বঙ্গবন্ধুর আদর্শে গড়া আওয়ামী লীগ শুধু মাত্র একটি রাজনৈতিক দলই নয়, এটির সাথে এদেশের আপামর জনসাধারণের আবেগভালোবাসা ও অনুভূতি জড়িত। এটি একটি জাতির মুক্তির প্লাটফর্ম।

গতকাল বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেন, বাঙালির সকল অর্জনই আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে এদেশের অস্তিত্বই চিন্তা করা যায় না।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি অধ্যাপক মো মঈনুদ্দিন, এড. ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, জসিম উদ্দিন, আফতাব উদ্দিন চৌধুরী, স্বজন কুমার তালুকদার, আবুল কাশেম চিশতি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলু, উপদেষ্টা জামাল উদ্দিন, এড এম এ নাসের চৌধুরী, সম্পাদকন্ডলীর সদস্য মোহাম্মদ নুর খান, নাজিম উদ্দিন তালুকদার, ডা. মো. সেলিম, ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু, আবু তালেব, এনায়েত হোসেন নয়ন, আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আবুল বশর, শওকত আলম, বেদারুল আলম চৌধুরী বেদার, সরোয়ার হাসান জামিল, ফোরকান উদ্দিন আহমেদ, মো. সেলিম উদ্দিন, মো. ইদ্রিচ, গোলাম রব্বানী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, আখতার হোসেন খান, সাহেদ সরোয়ার শামীম, আখতার উদ্দিন মাহমুদ পারভেজ, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, সহযোগী সংগঠনের এড. মো শামীম, এরাদুল হক ভুট্টো, সৈয়দা রিফাত আকতার নিশু, রওশন আরা রত্না, হারুন অর রশীদ, নাছির উদ্দিন দিদার, নাছির উদ্দিন রিয়াজ, শফিউল আলম, ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষামন্ত্রী পুনরায় চমেক ও মেয়র চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি
পরবর্তী নিবন্ধফাইনালে দক্ষিণ আফ্রিকার সামনে ভারত