দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদ নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন। জানা গেছে নির্বাচন কমিশন (ইসি) এবার ধাপে ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আয়োজনের দিকে যাচ্ছে। এক্ষেত্রে মার্চের প্রথমার্ধে শুরু হতে পারে এই নির্বাচন। জানুয়ারির শেষের দিকে তফসিল হতে পারে। এই সংবাদ জানার পর মীরসরাইয়ে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনা চলছে। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র প্রশ্ন, কারা হচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী?
মীরসরাই উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সবারই প্রায় একই বক্তব্য, আওয়ামী লীগের প্রবীণ রাজনীতিবিদ এবং সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যা বলবেন সেটাই সকলে মেনে নেবেন। অপরদিকে বিএনপি এখনো পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অটল আছে।
মাঠের গুঞ্জন ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে জানা গেছে, মীরসরাইয়ে উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঞা, উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ ও ৪ নং জোরারগঞ্জের চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, হিন্দু কল্যাণ ট্রাস্টি উত্তম কুমার শর্মা, মিহির কান্তি নাথ ও আবুল হোসেনের নাম শোনা যাচ্ছে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন শাহীন কাকলী, যুব মহিলা লীগের সভাপতি বিবি কুলসুম চম্পা প্রমুখ।
বর্তমান উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও তার পুত্র মাহবুব উর রহমান রুহেল এমপি এই মুহূর্তে দেশের বাইরে আছেন। তারা ফিরে এলে যেভাবে নির্দেশনা দেবেন সেভাবেই কাজ করব।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রী এবং ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী আমরা সুশৃঙ্খল ছিলাম, আছি ও থাকব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, প্রার্থী হিসেবে আলোচনায় আমি বা অনেকের নাম আসতেই পারে। উপজেলা নির্বাচন নিয়ে আমাদের অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ কারো নেই।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঞা বলেন, মীরসরাই উপজেলা হলো বঙ্গবন্ধুর স্মৃতিধন্য ও তার সহচর ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মতো গুণী মানুষের বিচরণক্ষেত্র। তাই তিনি কী বলেন সেই অপেক্ষায় আছি আমরা।
সম্ভাব্য আরেক প্রার্থী উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন বলেন, মাঠে অনেকেই অনেকের নাম আলোচনায় আনতে পারেন। আমাদের সদ্য নির্বাচিত এমপি ও অভিভাবক মাহবুব উর রহমান রুহেল ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কী নির্দেশনা দেন কিন্তু আমরা তাতেই প্রাধান্য দেব। তিনি যা বলেন আমরা তা মেনে নেব।
আরেক সম্ভাব্য প্রার্থী জোরারগঞ্জের চেয়ারম্যান মাস্টার রেজাউল করিম বলেন, তরুণ প্রজন্মের আইকন মাহবুব উর রহমান রুহেলের সঙ্গে উপজেলা প্রশাসনের জন্য কে সহায়ক হতে পারেন তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ছাড়া আর কেউ নির্দেশনা দিতে পারবেন না। তিনি যা বলেন সেটাই মেনে নেব।
সম্ভাব্য অন্য চেয়ারম্যান প্রার্থী, মহিলা ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীদের প্রায় সকলের বক্তব্য একই।
উপজেলা নির্বাচন নিয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সহসভাপতি নুরুল আমিন বলেন, আমরা এখনো নির্বাচন বর্জনের আন্দোলনে আছি। এই সরকারের বিদায় না হওয়া পর্যন্ত কোনো নির্বাচনে যাব না। দলের এই সিদ্ধান্তের বাইরে আমরা কেউ নেই।
মীরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসাইন বলেন, উপজেলা নির্বাচনের বিষয়ে আমাদের কাছে এখনো কোনো নির্দেশনা আসেনি।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, আমাদের কাছে এখনো নির্দেশনা না আসায় কোনো প্রকার মতামত প্রদান করতে পারছি না।












